
২১ নভেম্বরের ভয়াবহ ভূমিকম্পে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ঢাকা জেলা প্রশাসন। নিহত প্রত্যেক ব্যক্তির পরিবারকে সর্বোচ্চ ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানানো হয়েছে।
শুক্রবার রাতে জেলা প্রশাসক মো. রেজাউল করিম এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকায় বসবাসকারী অথবা ঢাকায় অবস্থানকালে ভূমিকম্পজনিত দুর্ঘটনায় মৃত্যু হলে পরিবারবর্গ এই সহায়তার আওতায় আসবেন।
এছাড়া ভূমিকম্পে আহতদের জন্যও রয়েছে সহায়তা। জেলা প্রশাসনের পক্ষ থেকে আহত প্রত্যেককে সর্বোচ্চ ১৫ হাজার টাকা আর্থিক সহযোগিতা দেওয়া হবে। চিকিৎসকের সুপারিশক্রমে এ সহায়তা প্রদান করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
ঢাকা জেলা প্রশাসনের এই উদ্যোগ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তাৎক্ষণিক আর্থিক সুরাহায় ভূমিকা রাখবে বলে স্থানীয় পর্যায়ে মত প্রকাশ করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সাহায্য প্রত্যাশী রোগী/নিজে যোগাযোগে অক্ষম রোগীর ক্ষেত্রে হাসপাতালে তত্ত্বাবধানকারী/এটেনডেন্ট/নিকটাত্মীয় এক্ষেত্রে জেলা প্রশাসনের কন্ট্রোল রুমের +৮৮০১৭০০৭১৬৬৭৮ নম্বরে প্রয়োজনীয় যোগাযোগ করে এ সহায়তা গ্রহণ করতে পারবেন।ঢাকায় বসবাসকারী বা ঢাকায় এসে এ দুর্ঘটনায় পতিত হয়ে ঢাকায় আহত হয়েছেন এমন ব্যক্তিবর্গের ক্ষেত্রে এ সহায়তা করা সম্ভবপর হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



