ভূমিসংক্রান্ত সেবার ফি এবার ‘নগদ’-এ

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর মাধ্যমে এখন থেকে ঘরে বসেই ভূমি সংক্রান্ত যাবতীয় সেবার ফি দেওয়া যাবে। এসব সেবার মধ্যে রয়েছে ভূমি উন্নয়ন ফি (এলডি ট্যাক্স), ই-নামজারি (ই-মিউটেশন) এবং ই-পর্চা (খতিয়ান)। এসব সেবার জন্য প্রয়োজনীয় ফি পরিশোধ করা যাবে ‘নগদ’ ব্যবহার করে।

অনলাইন ও ‘নগদ’ অ্যাপ— উভয় মাধ্যমে গ্রাহকেরা এ সুবিধা উপভোগ করতে পারছেন। পর্চা, নামজারি ও ভূমি সেবা ফি দেওয়ার জন্য ভূমি ওয়েবসাইট www.land.gov.bd ভূমি কল সেন্টার ১৬১২২ ও ভূমি অ্যাপের মাধ্যমে প্রয়োজনীয় নির্দেশনা অনুসরণ করে টোকেন অথবা রেফারেন্স নম্বর সংগ্রহ করে ‘নগদ’ অ্যাপের বিল পে’র মাধ্যমে সহজে ফি পরিশোধ করতে পারবেন। ভূমি ওয়েবসাইট থেকেও ‘নগদ’-এর মাধ্যমে ফি পরিশোধ করার সুবিধা থাকবে। গত বছরের ৮ সেপ্টেম্বর থেকে এই সেবাটি চালু রয়েছে।

ফি পরিশোধের পর ভূমিসেবা গ্রহীতারা একটি রশিদ পাবেন। ‘নগদ’-এর মাধ্যমে জমা দেওয়া অর্থ তাৎক্ষণিকভাবে সেটেলমেন্ট ব্যাংকের মাধ্যমে ভূমি মন্ত্রণালয়ের নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্ট হয়ে ই-চালানের মাধ্যমে সরকারি কোষাগারে স্থানান্তরিত হবে।

ইউটিউব লাইভে নতুন চমক

যারা অনলাইনে ভূমি ফি দেবেন, সেটি স্বয়ংক্রিয়ভাবে তার জমির অনুকূলে তালিকাবদ্ধ হয়ে যাবে। যেভাবে মোবাইল ফোন ব্যবহার করে বিদ্যুৎ, পানি বা গ্যাসের বিল দেওয়া হয়, এটিও সেরকম একটি পদ্ধতি। একজনের মাধ্যমে অন্যজনের বিল পরিশোধ করতে গিয়ে টেম্পারিং করে জমি নিজের বলে দাবি করার যে প্রবণতা দেখা যায়, অনলাইনে ফি প্রদান করলে এ বিষয়টি বন্ধ হবে। এতে দুর্নীতি অনেকটাই কমে যাবে।

এ প্রসঙ্গে ‘নগদ’-এর প্রধান বিপণন কর্মকর্তা শেখ আমিনুর রহমান বলেন, আমাদের উদ্দেশ্য সাধারণ মানুষের দোরগোড়ায় সহজে সেবা পৌঁছে দেওয়া। ভূমি সংক্রান্ত ফি পরিশোধ করতে গ্রাহকদের যেন কোনো হয়রানির শিকার হতে না হয়, সে জন্য আমরা ডিজিটাল সার্ভিস ‘নগদ’-এর মাধ্যমে ফি পরিশোধের সহজ সুবিধা চালু করেছি। এতে গ্রাহকেরা স্বল্প সময়ে ফি দিতে পারবেন। এ জন্য ফি পরিশোধকারীকে আর ভূমি অফিসে যেতে হবে না।

প্রতিদিন ৫ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন