গোল্ডম্যান স্যাকসের পণ্যবিষয়ক গবেষণা বিভাগের গ্লোবাল হেড জেফরি কুরি বলেন, বর্তমান ভূরাজনৈতিক অস্থিরতায় স্বর্ণ এখন হেজ (আপত্কালীন নিরাপদ বিনিয়োগ) হিসেবে ভালো অবস্থানে রয়েছে। জেফরি কুরির টিমের তৈরি নোটেও একই ধরনের কথা বলা হয়েছে।
জ্বালানি তেলের চেয়ে স্বর্ণ এখন ভালো হেজ, এমন শিরোনামের নোটে বলা হয়েছে, ভূরাজনৈতিক উত্তেজনায় স্বর্ণের বাজার চাঙ্গা রয়েছে। যে কারণে মুদ্রারও বড় আকারে দরপতন হয়েছে। যুদ্ধ বা সামরিক উত্তেজনার মধ্যে অধিকাংশ সময় এমন অবস্থা তৈরি হয়।
গোল্ডম্যান স্যাকসের ওই নোটে আরো বলা হয়েছে, নাইন ইলেভেনের সময়ও স্বর্ণের বাজার খুব ভালো অবস্থায় ছিল। যদিও এ সময়ে মুদ্রা বিনিময় হার নিয়ন্ত্রণে ছিল এবং মন্দা অবস্থায় ছিল। যে কারণে ইরান-মার্কিন উত্তেজনা আরো জোরালো হলে স্বর্ণের দামও আরো বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
গত শুক্রবারের এ হত্যাকাণ্ডের জের ধরে ২০১৫ সালে করা পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরান। অন্যদিকে তেহরান এ হত্যাকাণ্ডের কোনো প্রতিশোধ নিলে দেশটির ৫২ স্থাপনায় হামলার হুমকি দিয়েছে ওয়াশিংটন। পাশাপাশি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের যে অনুরোধ করেছে বাগদাদ, তারও কড়া জবাব দেয়ার বার্তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর পরই স্বর্ণ ও জ্বালানি তেলের বাজার নতুন করে চাঙ্গা হওয়া শুরু করে।
গত সোমবার স্বর্ণের দাম আউন্সপ্রতি ১ হাজার ৫৮৮ ডলার ছাড়িয়ে যায়, যা গত ছয় বছরের মধ্যে সর্বোচ্চ। আর জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ৭০ ডলার ছাড়িয়ে যায়, যা গত সেপ্টেম্বরে সৌদি আরামকোর স্থাপনায় হামলার পর সর্বোচ্চ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।