জুমবাংলা ডেস্ক : পবিত্র রমজানে কোনো ব্যবসায়ী যদি ইফতার সামগ্রীসহ খাদ্যে ভেজাল কিংবা পচা বাসি খাবার বিক্রি করে ঈদের মতো আনন্দের দিনটিও তাদের কারাগারে কাটাতে হতে পারে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।
মঙ্গলবার (০৭ মে) বিকাল সাড়ে তিনটার দিকে রাজধানীর চকবাজার এলাকায় ইফতার সামগ্রীতে ভেজাল বিরোধী অভিযানের সূচনা করতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মেয়র বলেন, ‘রমজানকে ঘিরে আমাদের নানাবিধ উদ্যোগের মধ্যে ইফতার ও সেহরির খাবার যাতে মানসম্মত থাকে সেটি নিশ্চিত করা অন্যতম লক্ষ্য। এটি নিশ্চিতে ডিএসসিসির ৫টি টিম এক যোগে আজ থেকে কাজ শুরু করেছে। যাতে করে ইফতার এবং সেহরির খাদ্যে বাসি ও ভেজাল এবং ফরমালিন না থাকে সেটি নিশ্চিত করা যায়।’
তিনি বলেন, ‘টিমের সঙ্গে অন্যান্য সংস্থা যেমন ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ভোক্তা অধিকার সংরক্ষণ ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং বিএসটিআই কর্তৃপক্ষ কাজ করবে। তারা বাজার মনিটর করবে। কোথাও যাতে খাদ্যে ভেজাল না থেকে সেটি নিশ্চিত করবে। পচা ও বাসি খাবার খেয়ে রোজাদার ও নগরবাসী যাতে অসুস্থ হয়ে না পড়ে সেজন্য ডিএসসিসি শূন্য সহিষ্ণুতা নীতি গ্রহণ করেছে।
তিনি আরও বলেন, ‘যদি কোনো বিক্রেতা কোনো পচা বাসি খাবার বিক্রয় করে এবং সেটি শনাক্ত হয় তাহলে তাহলে তাকে শুধু জরিমানা নয়, তাকে কারাদণ্ডও দেয়া হবে। এমনকি তার ঈদের দিনটা জেলে বসে কাটাতে হতে পারে।’
সেই সঙ্গে যারা মানসম্মত খাদ্যদ্রব্য বিক্রয় করবে তাদেরকে ডিএসসিসি সর্বাত্মক সহযোগিতা করবে বলেও জানান তিনি। এরপর মেয়র চকবাজারের বিভিন্ন ইফতার বাজার পরিদর্শন করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।

 
 জুমবাংলা ডেস্ক : পবিত্র রমজানে কোনো ব্যবসায়ী যদি ইফতার সামগ্রীসহ খাদ্যে ভেজাল কিংবা পচা বাসি খাবার বিক্রি করে ঈদের মতো আনন্দের দিনটিও তাদের কারাগারে কাটাতে হতে পারে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।
জুমবাংলা ডেস্ক : পবিত্র রমজানে কোনো ব্যবসায়ী যদি ইফতার সামগ্রীসহ খাদ্যে ভেজাল কিংবা পচা বাসি খাবার বিক্রি করে ঈদের মতো আনন্দের দিনটিও তাদের কারাগারে কাটাতে হতে পারে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।

