জুমবাংলা ডেস্ক : পাবনার ঈশ্বরদীতে ভেজাল মধু বিক্রির অভিযোগ তুলে দুই ভাইকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করেছেন পাইকারি মধু বিক্রেতা ও ভিলেজ ফ্রেশ ফুড অ্যান্ড এগ্রো কোম্পানির মালিক জিসান হোসেন ও তার লোকজন।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার সাহাপুর ইউনিয়নের আওতাপাড়া নূরজাহান বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। নির্যাতনের শিকার দুই যুবক হলেন দাশুড়িয়া ইউনিয়নের দাদপুর গ্রামের আলম সরদারের ছেলে আল আমিন (২৪) ও আলাল সরদার (১৮)।
নির্যাতনের শিকার দুই ভাই বলেন, তারা বিভিন্ন এলাকা থেকে মধু সংগ্রহ করে জিসান হোসেনের প্রতিষ্ঠানে নিয়মিত সরবরাহ করে থাকেন। বৃহস্পতিবার বিকেলে তারা সেখানে মধু দিতে এলে জিসান হোসেন ‘এই মধুতে ভেজাল আছে’ বলে অভিযোগ তুলে তাদের দু’জনকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করেন।
অভিযুক্ত জিসান হোসেন জানান, তার প্রতিষ্ঠান মধুসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বাজারজাত করে থাকে। আল-আমিন ও আলাল দুই ভাই আমাদের প্রতিষ্ঠানে খাঁটি মধু সরবরাহের জন্য চুক্তিবদ্ধ হয়ে প্রথমে খাঁটি মধু সরবরাহ করেন। কিন্তু কিছুদিন পর থেকেই তারা ভেজাল মধু সরবরাহ করতে থাকেন। গ্রাহকরা এ বিষয়ে অভিযোগ দেওয়ায় তার প্রতিষ্ঠানের ভাবমুর্তি ক্ষুণ্ন হয়েছে।
তিনি বলেন, বৃহস্পতিবার তারা মধু দিতে এলে কথা কাটাকাটির এক পর্যায়ে আমার লোকজন দুই ভাইকে বেঁধে মারধর করেছে। খবর পেয়ে আল-আমিন ও আলালের পরিবার এবং এলাকার গণ্যমান্য লোকজন এসে বিষয়টি মিমাংসা করে তাদের ছাড়িয়ে নিয়ে যায়।
এ বিষয়ে ঈশ্বরদী থানার ওসি আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে তদন্ত করার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।