ভেতরে প্রবেশ করছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা

জুমবাংলা ডেস্ক : সচিবালয়ে আগুন লাগায় সকালে বিভিন্ন গেটের সামনে এসে অপেক্ষারত ছিলেন এক হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারী। নিরাপত্তার বিষয় সামনে রেখে তাদের কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। পরে সকাল ১০টার কিছুক্ষণ আগে থেকে সচিবালয়ের ৫ নম্বর গেট দিয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়।

বৃহস্পতিবার সকালে সচিবালয়ের সামনে ঘুরে এ চিত্র দেখা গেছে।

দেখা গেছে, সচিবালয়ে মেট্রোরেল স্টেশন থেকে শুরু করে বিদ্যুৎ ভবন, ওসমানী উদ্যান এবং খাদ্য ভবনের সামনে কর্মকর্তা-কর্মচারীরা ভেতরে প্রবেশের অপেক্ষা করছেন। পরে ৫ নম্বর গেট দিয়ে আগে নারী কর্মকর্তাদের সারিবদ্ধভাবে প্রবেশ করতে দেওয়া হয়।

প্রসঙ্গত, বুধবার দিবাগত মধ্যরাত ১টা ৫২ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে ১৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। প্রাথমিক পর্যায়ে আগুন লাগার পর ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের সংখ্যা বৃদ্ধি করা হয়। এরপর সচিবালয় এলাকায় মোতায়েন করা হয় বিজিবি সদস্যদের।

সচিবালয়ে ট্রাকচাপায় আহত সেই ফায়ার সার্ভিস কর্মী মারা গেছেন