দেশের বাজারে ভেনশন ব্র্যান্ডের নতুন দুটি মডেলের পাওয়ার ব্যাংক ও তিনটি মডেলের ইয়ারবাডস এনেছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। ‘এফএইচকে০ ও ‘এফএইচএলবি০’ মডেলের পাওয়ার ব্যাংকগুলোয় ১০ ও ২০ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ক্ষমতার ব্যাটারি থাকায় একাধিক যন্ত্র চার্জ করা যায়। দাম যথাক্রমে ১ হাজার ৮৫০ টাকা ও ২ হাজার ৪৫০ টাকা।
‘এনবিকেবি০ ই০৬’, ‘এনবিআইবি০ ই০৪’ ও ‘এনবিএমএন০’ মডেলের ইয়ারবাডসগুলোর দাম যথাক্রমে ১ হাজার ১৫০ টাকা, দেড় হাজার টাকা ও ২ হাজার ২৫০ টাকা। গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্মার্ট পর্দাযুক্ত শক্তিশালী ব্যাটারির পাওয়ার ব্যাংক দুটিতে ২২.৫ ওয়াটের ফাস্ট চার্জ প্রযুক্তি থাকায় একবার চার্জে দীর্ঘ সময় ব্যবহার করা যায়। ইউএসবি, টাইপ সি ও মাইক্রো ইউএসবি পোর্ট থাকায় পাওয়ার ব্যাংকগুলো দিয়ে সহজেই ফোনসহ বিভিন্ন যন্ত্র দ্রুত চার্জ করা যায়।
ব্লুটুথ ৫.৩ প্রযুক্তি সমর্থন করা ইয়ারবাডসগুলোয় ২৩০ থেকে ৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকায় একবার চার্জে দীর্ঘ সময় ব্যবহার করা যায়। ফলে চার্জ নিয়ে ব্যবহারকারীদের চিন্তা করতে হয় না। চার্জিং কেসযুক্ত ইয়ারবাডসগুলো আইপি৫৪ প্রযুক্তিনির্ভর হওয়ায় ভিজলেও নষ্ট হয় না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।