
জুমবাংলা ডেস্ক : কিশোরগঞ্জের ভৈরব উপজেলার মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া মাহমুদুল ইমলামের (১৮) মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। নিখোঁজের দুইদিন পর বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে নরসিংদীর রায়পুরা উপজেলার রামনগর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মাহমুদুল নরসিংদীর মনোহরদী উপজেলার চক মাধবদী গ্রামের আব্দুল কাদির মিয়ার ছেলে।
পুলিশ জানায়, মাহমুদুল তার পাঁচ বন্ধুকে নিয়ে গত মঙ্গলবার বিকালে ভৈরবের মেঘনা নদীর ত্রিসেতু এলাকায় ঘুরতে আসেন। পরে তারা নদীতে গোসল করতে নামেন। এক পর্যায়ে তিন বন্ধু নদীর স্রোতে ভেসে যায়। এ সময় দুইজনকে উদ্ধার করা গেলেও মাহমুদুল পানিতে তলিয়ে যান। খবর পেয়ে ভৈরব ও কিশোরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা মাহমুদুলকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন।
ভৈরব নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ তরিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকালে মাহমুদুলের মরদেহ নদীতে ভেসে ওঠে। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।