জুমবাংলা ডেস্ক : মুজিব শতবর্ষ উপলক্ষে কিশোরগঞ্জের ভৈরবে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্ধোধন করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরের সামনে উপজেলা পরিষদের অর্থায়নে (সাড়ে ৬ লাখ টাকা ব্যয়ে) নবনির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালের উদ্ধোধন করা হয়।
আজ সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে এর উদ্ধোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা, সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রি খিসা, ভৈরব পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ।
এ সময় উপজেলা নির্বাহী প্রকৌশলী আবু ইফসুফ, যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন তৈয়বাসহ বিভিন্ন কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মৃত্যুবরণকারী শহীদদের আত্মার শান্তি ও দেশবাসীর মঙ্গল কামনা করে দোয়া করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।