জুমবাংলা ডেস্ক : জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরকে শক্তিশালী করতে জনবল বাড়াতে হবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।
রোববার (১২ নভেম্বর) ভোক্তা অধিকারের প্রধান কার্যালয়ের সভাকক্ষে অধিদফতরের সর্বোচ্চ ফোরাম জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ পরিষদের ২৬তম সভায় এ কথা বলেন বাণিজ্য সচিব।
তিনি বলেন, ভোক্তা অধিদফতরের কার্যক্রমকে জনগণের দোরগোড়ায় পৌঁছানোর জন্য এবং অধিদফতরকে শক্তিশালী করার লক্ষ্যে বিদ্যমান শূন্যপদ পূরণের পাশাপাশি নিয়োগবিধি সংশোধনের প্রক্রিয়া দ্রুত করতে হবে।
বাণিজ্য সচিব আরও বলেন, শূন্যপদ পূরণের পর পুনরায় জনবল বৃদ্ধির প্রস্তাব পাঠানোর মাধ্যমে ক্রমাগত প্রক্রিয়ায় জনবল বৃদ্ধি করে অধিদফতরকে শক্তিশালী করতে হবে।
এছাড়া পরিষদের অন্যতম সদস্য বিশিষ্ট সমাজকর্মী শেখ কবির অধিদফতরের সার্বিক কার্যক্রমের প্রশংসা করে বলেন, অধিদফতরকে শক্তিশালী করতে জনবল বৃদ্ধি করার উদ্যোগ গ্রহণ করতে হবে। পর্যাপ্ত জনবল না থাকলে অধিদফতরের পক্ষে কাজ করা চ্যালেঞ্জ হয়ে পড়বে।
কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান বলেন, ভোক্তা অধিকারের কার্যক্রম পূর্বের চেয়েও বর্তমানে অধিকতর দৃশ্যমান। এছাড়া সাম্প্রতিক সময়ে বাণিজ্য মন্ত্রণালয় ডিম ও আলু আমদানির ব্যবস্থা নেয়ায় ডিম ও আলুর দাম এখন নিম্নমুখী। যা প্রশংসনীয়।
বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফেরদৌস আহমেদ ভোক্তাদের অধিকার সম্পর্কে সচেতন করার কথা উল্লেখ করে বলেন, মেট্রোরেল, কক্সবাজারের আইকনিক রেলস্টেশন ইত্যাদি নতুন উদ্বোধনকৃত মেগা প্রকল্প এলাকায় ভোক্তা-অধিকার বিষয়ক ডিজিটাল বিলবোর্ড স্থাপনের মাধ্যমে প্রচারণামূলক কার্যক্রম গ্রহণ করা যেতে পারে।
এ বিষয়ে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, পরিষদ চাইলে বিভিন্ন বাজার সমিতির মাধ্যমে ভোক্তা-অধিকার বিষয়ক বিলবোর্ড স্থাপনের উদ্যোগ নেয়া যেতে পারে। এক্ষেত্রে বাংলাদেশ দোকান মালিক সমিতি এর বাস্তবায়ন করবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, ভোক্তা অধিদফতরের মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।