Advertisement
মানসাফ, লাবিনা, মুশাত, স্টাফড চিকেন রোল, শিশ বারাক নামগুলো কয়েকটি খাবারের। জর্ডানের ঐতিহ্যবাহী খাবার এগুলো।
জর্ডানের সংস্কৃতিতে খাবার গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। দেশটির বৈচিত্র্যপূর্ণ খাবার ও আতিথেয়তা বিশ্বনন্দিত।
মানসাফ জর্ডানের জাতীয় খাবার। দেশটির বেদুইন খাবার হিসেবে পরিচিত এটি। ভেড়ার মাংস, নানা ধরনের মসলা ও শুকনো দই দিয়ে প্রস্তুত করা হয় এ
মানসাফ। পরে ভাত, পাইন বাদাম ও কাজুবাদাম দিয়ে পরিবেশন করা হয়। লাবিনা তৈরি করা হয় জা’তার, চিজ ও শাত্তাহর দিয়ে। রয়েছে বিশেষভাবে তৈরি জর্ডানের কোমল পানীয় লাবান আরিয়ান।
নানা পদের বাহারি খাবার তৈরি করছেন জর্ডানের শেরাটন আম্মান আল-নাবিল হোটেলের প্রধান শেফ আলী আল-ফাওয়াদলাহ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।