Advertisement
জুমবাংলা ডেস্ক: ভোট চলাকালে বেশকয়েকটি পৌর এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ১০জন।
বাগেরহাটের মোংলায়, দুই কাউন্সিলর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এছাড়াও বিএনপির মেয়র প্রার্থীসহ ১৮ কাউন্সিলর ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। গাজীপুরে বিএনপি প্রার্থীর এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগ মিলেছে।
এছাড়া পাবনায় মেয়র প্রার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। আর ফেনীর দাগনভূঞায় একটি কেন্দ্রে ককটেল বিস্ফোরণ হয়েছে। রাজশাহীর ভবানীগঞ্জ পৌরসভায় ভোট দিতে না পারার অভিযোগে নির্বাচন বর্জন করেছেন বিএনপির মেয়র প্রার্থী আব্দুর রাজ্জাক প্রামানিক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।