ভোট চুরি করার দিন আর নেই : সাবেক মেয়র জাহাঙ্গীর

জুমবাংলা ডেস্ক : গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম বলেছেন, অনেকেই বলছেন এবার ভোট চুরি করে নিয়ে যাবে। কিন্তু না, ভোট চুরি করার দিন আর নেই। এখন আর পুলিশ কোনো প্রকার অন্যায় কাজে যাবে না। আপনারা সবাই আগামী ৭ জানুয়ারি ভোট দিতে স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে যাবেন এবং অন্যকেও ভোট দিতে উৎসাহিত করবেন।

ভোট চুরি করার দিন আর নেই : সাবেক মেয়র জাহাঙ্গীর

সোমবার দুপুরে টঙ্গী বড় দেওড়া মাইনুদ্দীন মার্কেট এলাকায় স্বতন্ত্র (ট্রাক) প্রার্থী বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্দিনের গণসংযোগে তিনি এসব কথা বলেন।

তিনি নৌকার প্রার্থী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে বলেন, আগে এলাকার মানুষকে মিথ্যা মামলা দিয়েছেন, জেল খাটিয়েছেন, হুমকি দিয়েছেন, আজকে পারলে করেন। আসেন, দেখে যান গাজীপুর-২ আসনের মানুষ ঘর থেকে বের হয়ে এসেছে। তারা এখন পরিবর্তন চায়। তিনি বলেন, গত ১৮ বছরে শাসনের নামে শুধু শোষণ করা হয়েছে। তাদের (এমপি) পরিবারের লোকজন শুধু আঙুল ফুলে কলাগাছ হয়েছে। আর অন্য মানুষকে সাইজ করেছে। আওয়ামী লীগকে সাইজ করেছে, অন্য পার্টির যারা তাদেরও সাইজ করেছে।

তিনি বলেন, গাজীপুর সিটি নির্বাচনে আমার মা জায়েদা খাতুন এসব এলাকায় গণসংযোগ করতে এলে গাড়ি ভেঙে দিয়েছে। কোনো লিফলেট, পোস্টার-ব্যানার বিতরণ করতে দেয়নি। একজন প্রতিমন্ত্রী-এমপি হিসাবে আমরা জাহিদ আহসান রাসেলের কাছে সহযোগিতা চেয়েছিলাম। সেসময় তার কোনো সহযোগিতা তো আমরা পাইনি বরং পাঁচ দিন পর যখন গণসংযোগে নেমেছি ফের আমাদের ওপর অ্যাটাক (আক্রমণ) করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন কাজী আলিম উদ্দিন বুদ্দিন, পশ্চিম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এমএম হেলাল উদ্দিন, পূর্ব থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এমএম নাসির উদ্দিন, হাজী ইয়াছিন মিয়া, কামাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, শাহআলম দুলাল, আবুল কালাম আজাদ প্রমুখ।