আন্তর্জাতিক ডেস্ক : ভোট দিলে দেশবাসীর মাথায় ঘন কালো চুল গজিয়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে বিতর্ক তৈরি করলেন দক্ষিণ কোরিয়ার ক্ষমতাসীন দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী লি জায়ে মায়ুং। দেশবাসীর ভোট পেতে চুলের চিকিৎসার যাবতীয় সুবিধা প্রদানের কথা বলেছেন মায়ুং।
এরপরই দেশের সর্বত্র তার সমালোচনা শুরু হয়, অনেকে আবার তার প্রশংসা করেছেন। ডেমোক্র্যাটিক পার্টির লি জায়ে মায়ুং জানিয়েছেন, দেশের এক কোটিরও বেশি মানুষ চুল নিয়ে নানা রোগে ভুগছেন, অনেকের চুল ঝরে যাচ্ছে আবার অনেকে চুলের চিকিৎসার জন্য বিদেশ থেকে ওষুধ আমদানি করাচ্ছেন।
৩০টিরও বেশি স্মার্টফোনে আর চলবে না হোয়াটসঅ্যাপ
কারণ দেশের ভেতরে চুলের চিকিৎসার খরচ অনেকটা বেশি। এ নিয়ে ১৫ সেকেন্ডের একটি বিজ্ঞাপন-ভিডিও প্রকাশ করেছেন লি মায়ুং। সেখানে তাকে বলতে শোনা যায়, ’আমি আপনাদের চুলের’ জন্য সেরা প্রার্থী।
সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিও ভাইরাল হয় এবং মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দেয়। একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী কমেন্টে লেখেন, ’আমাদের জন্য লি-কে বেছে নেয়া যাক।’
লির পার্টির তরফে আয়োজিত এক সভায় দুই সন্তানের মা জিয়ং দা ইয়ুন জানান, দক্ষিণ কোরিয়ায় ৬ মাসের চুলের চিকিৎসার জন্য ৩ হাজারেরও বেশি ডলার লাগে।’ তবে চুল নিয়ে এভাবে ভোটব্যাংক একত্রিত করার চেষ্টার সমালোচনা করেছেন বিরোধীরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।