বিনোদন ডেস্ক: অভিনেত্রী সানি লিওনের লস এঞ্জেলসের বাড়িতে ভোর ৪টায় হাজির হয়েছিলেন বলি-গায়ক মিকা সিং। সম্প্রতি ‘দ্য কপিল শর্মা শো’তে এ কথা জানান মিকা সিং। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিওনও।
এত কাকডাকা ভোরেও আপ্যায়নে কমতি রাখেননি সানি। সে কথা আজও স্পষ্টভাবে মনে রেখেছেন মিকা। এ কথা শেষ করার সঙ্গে সঙ্গেই মিকা বলে ওঠেন, ‘ভোররাতে সানির বাড়ি হানা দিয়েছিলাম শুনে আবার কেউ ভুলভাল খারাপ কিছু ভেবে বসবেন না যেন।’ বলি-গায়কের মুখে এ কথা শোনায় দুষ্টু হাসি খেলে গেছে কপিলের মুখে।
মিকা বলেন, ‘একবারই মার্কিন মুলুকে সানির বাড়িতে গিয়েছিলাম। তাও ভোর ৪টার সময় পৌঁছেছিলাম সেখানে। কারণ আগের রাতে একটি অনুষ্ঠানে পারফর্ম করেছিলাম। তাই দেরি হয়ে গিয়েছিল সানির বাড়ি পৌঁছাতে।’ তবে সানির বাড়ির কারুকার্য যে মিকার দারুণ লেগেছিল সেই কথাও এ শোতে খোলাখুলি জানিয়েছেন তিনি।
ফেরা সানির আতিথেয়তার প্রসঙ্গ। মিকা বলেন, ‘আমার জন্য সেদিন সানি ও তার স্বামী ড্যানিয়েল ওয়াবার যা করেছিলেন তা হৃদয় ছুঁয়ে গিয়েছিল। ড্যানিয়েল এমনিতেই ভারি মিষ্টি মানুষ। অত রাতে আমার জন্য ওরা দু’জন মাইল পিৎজা তৈরি করেছিলেন। সঙ্গে গরম গরম কফি।’ মিকার কথা শেষ হওয়া মাত্রই কপিলের ফুট, ‘আর হ্যাঁ, আতিথেয়তার ব্যাপারে সানি তো দারুণ হবেনই। আদতে মেয়েটি যে ভারতীয়।’
দিন কয়েক আগেই বিতর্কে জড়িয়েছিলেন সানি। ঘটনার সূত্রপাত একটি গান নিয়ে। গানটির নাম মধুবন মে রাধিকা নাচে রে। ১৯৬০ সালে মহম্মদ রফির কন্ঠে গাওয়া এই গানের একটি রিমেক ভার্সন বের হয় সম্প্রতি। রিমেক ভার্সনের ভিডিয়োতে দেখা গিয়েছে সানি লিওনিকে। রিমেক গানটি গেয়েছেন কনিকা কাপুর ও অরিন্দম চক্রবর্তী। নির্মাতা ও গায়ক শারিব ও তোশী। নাচটিতে সানির পোশাক থেকে শুরু করে, গায়কী নিয়েই আপত্তি জানায় নেটিজেনদের একটা বড় অংশ। আপত্তি উঠে আসে উত্তরপ্রদেশের মথুরার পুরোহিতদের তরফেও। তাঁদের অভিযোগ রাধাকে নিয়ে এমন গান আদপে হিন্দুধর্মের ভাবাবেগে আঘাত। ঘটনা প্রসঙ্গে মুখ খোলেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রও। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষুব্ধ মন্ত্রী বলেন, “বিধর্মীরা হিন্দু ভাবাবেগে আঘাত হানছে। আমি সানি লিওনি, শারিব ও তোশীজিকে পরিষ্কার করে বলে দিচ্ছি, যদি তিনি দিনের মধ্যে গানটি না মুছে তাঁরা ক্ষমা না চান তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।”
অন্যদিকে চাপের মুখ খোলে গানটির প্রযোজনা সংস্থা সারেগামাও। একটি বিবৃতিতে তাঁরা জানান, গানের লিরিক্সের বদল করে করে নতুন গান নিয়ে আসবেন তাঁরা। আরও দাবি করেন, আগামী তিন দিনের মধ্যেই যাবতীয় প্ল্যাটফর্ম থেকে সানির মধুবন মুছে ফেলবেন তাঁরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।