Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home ভোলায় কিশোর গ্যাং ‘০০ নাইন’, উদ্বেগে অভিভাবকরা
    বরিশাল বিভাগীয় সংবাদ

    ভোলায় কিশোর গ্যাং ‘০০ নাইন’, উদ্বেগে অভিভাবকরা

    Saiful IslamAugust 21, 20195 Mins Read
    Advertisement


    জুমবাংলা ডেস্ক : পবিত্র হজ পালনের জন্য মোহন মিয়া নামের এক ব্যক্তি গত মাসে সৌদি আরব যাচ্ছিলেন।

    ঢাকায় যাওয়ার জন্য ভোলার দৌলতখান উপজেলা লঞ্চঘাটে তাকে এগিয়ে দিতে আসেন তার মেয়ে ও স্ত্রী। রাতে লঞ্চ ছাড়ার আগ মুহূর্তে তিনি খবর পান, ওই ঘাট থেকে তার মেয়েকে (নবম শ্রেণির ছাত্রী) তুলে নিয়ে যাবে ‘০০ নাইন’ গ্রুপ (কিশোর গ্যাং-আকাশ)। উপায়ান্তর না দেখে মোহন মিয়া তৎক্ষণাৎ সাহায্য চান এক যুবলীগ ও ছাত্রলীগ নেতার। ওই যাত্রায় রক্ষা পায় মেয়েটি।

    এছাড়া রাস্তায় দল বেঁধে কিশোরদের সিগারেট টানা ও ধোঁয়া ছাড়ার বদ অভ্যাস ত্যাগ করার উপদেশ দেয়ায় দৌলতখান বাজারের প্রথিতযশা ডাক্তার বাদল প্রিয় সরকার ও তার পিতা প্রবীণ ডাক্তার বিরেন ঘোষালকে দোকানের মধ্যেই পিটিয়ে রক্তা’ক্ত করা ছাড়াও তাদের ওষুধের দোকানটি ভাংচুর করা হয়।

    ওদিকে বিজয় দিবসের অনুষ্ঠান চলছিল দৌলতখান উপজেলা মিলনায়তনে। ছিলেন ইউএনওসহ উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গের প্রায় সবাই। ঠিক ওই সময় স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করছিলেন কিশোর গ্যাং লিডার।

    অবস্থা বেগতিক দেখে মঞ্চ ছেড়ে এগিয়ে যান স্বয়ং উপজেলা নির্বাহী অফিসার। গ্যাং লিডারের গালে কষে এক চড় বসিয়ে দেন।

    এতে ক্ষিপ্ত হয়ে উঠছিলেন কিশোররা। পরিস্থিতি বুঝতে পেরে শেষ পর্যন্ত তারা রণে ভঙ্গ দিয়ে কেটে পড়েন।

    প্রতিদিনই তিন বেলা করে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবেশ পথে সাইরেন বাজিয়ে মোটরসাইকেলের মহড়া দেয়া, প্রকাশ্যে মা’দক সেবন ও বিক্রি করা, স্কুলছাত্রীদের উত্ত্য’ক্ত করা, সর্বশেষ ২৪ জুলাই দৌলতখান আবু আবদুল্লাহ কলেজে ঢুকে ভাংচুর করা ও স্নাতক শ্রেণির ছাত্রদের মারধরের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।

    এমন অসংখ্য ঘটনা ঘটিয়েছে নবী নেওয়াজ আকাশ ও তার ‘০০ নাইন গ্রুপ’। দৌলতখান সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র আকাশ। নবম শ্রেণির সঙ্গে মিল রেখে আকাশ তার গ্রুপের নাম রেখেছেন ‘০০ নাইন’।

    আকাশের পিতা ভোলার দৌলতখান পৌরসভার মেয়র জাকির হোসেন তালুকদার। পৌর পিতার এই ছেলের অপকর্ম নিয়ে অনেকেই প্রকাশ্যে মুখ খুলতে সাহস পান না।

    নাম প্রকাশ না করার শর্তে অনেকেই আকাশের বাহিনী নিয়ে কথা বলেছেন। বলা হয়েছে- ‘০০ নাইন’ ফার্স্ট ইন কমান্ড হচ্ছে তানজিব রনজু। কাগজেপত্রে কলেজছাত্র হলেও আকাশের দলেই তার অবস্থান। তার বিরুদ্ধেও মেয়ে অপহরণের অভিযোগ রয়েছে। তাদের আরেক দোসর হচ্ছেন আদালী বংশের সাকিল। তাদের প্রশ্রয় দাতা হিসেবে রয়েছেন এক যুবলীগ নেতা।

    ৬ মাস আগে দৌলতখান আবু আবদুল্লাহ কলেজে স্নাতক শ্রেণির ছাত্র শামিম পরীক্ষা দিতে হলে প্রবেশ করার সময় তার হাঁটুতে লোহার রড ঠুকিয়ে দিয়ে উল্লাস করে “০০ নাইন’ গ্রুপের সদস্যরা। এর কোনো বিচার হয়নি আজ পর্যন্ত।

    চা দোকানি কামালের ছেলেকে পি’টিয়ে আহত করে উল্টো ওই নিরপরাধীর ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ দেয় আকাশ। রিকশায় চড়ে ঘুরে বেড়ানোর পর রিকশাচালক সালাউদ্দিন ভাড়া চাইলে, তাকে বেদম পেটানো হয়। শুধু তাই নয়, তার উপার্জনের একমাত্র হাতিয়ার দেড় লাখ টাকা দামের ব্যাটারি চালিত অটো রিকশাটিও ভেঙে গুঁড়িয়ে দেয় আকাশের বাহিনী।

    ঘটনাটি ছিল গত ঈদুল ফিতরের পর পরই। স্কুল সময়ে ক্লাসে উপস্থিত না থেকে পথে পথে মোটরসাইকেলে উচ্চ শব্দে সাইরেন বাজিয়ে মহড়া দেয়া। স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করা আকাশ বাহিনীর নিয়মিত কাজের অংশ হয়ে উঠেছে। এমনকি স্কুলের নবম শ্রেণির কয়েকজন মেধাবী ছাত্রকে তার দলে যোগ দিতে বাধ্য করার অভিযোগ রয়েছে আকাশের বিরুদ্ধে।

    এমন পরিস্থিতিতে স্কুল শিক্ষক ও অভিভাবকরা উপজেলা নির্বাহী অফিসার, থানার ওসি, এমনকি পুলিশ সুপারের কাছেও অভিযোগ করেছেন। আকাশের ফেসবুক আইডিতে লেখা রয়েছে সবাই যেখানে থমকে দাঁড়ায়, আমি সেখান থেকেই শুরু করি।” তার দলের সদস্য প্রিন্স সাব্বির রহমানের প্রোফাইলে লেখা রয়েছে, ‘আমাকে জানতে এসো না, নিজেকে ভুলে যাবে।’

    ওই দলের অপর সদস্য মাহি’র ফেসবুক প্রোফাইলে লেখা আছে ‘পরাজয়ের কোনো স্থান নেই।’ এদের কাছে মা’দক সরবরাহ করার অভিযোগ রয়েছে বিপুল তালুকদারের বিরুদ্ধে। এর আগে বিপুলকে একাধিকবার ই’য়াবাসহ গ্রেফতার করে পুলিশ।

    দৌলতখান থানার ওসি এনায়েত হোসেন জানান কবির সরদারের ছেলে রনজু এবং আকাশসহ একটি গ্রুপ গত ২৪ জুলাই দৌলতখান সরকারি আবু আবদুল্লাহ কলেজে প্রবেশ করে কয়েকজন ছাত্রকে মারধর করে। ওই ঘটনায় ছাত্ররা বাদী হয়ে থানায় মামলা করে। ওই হামলার প্রতিবাদে কলেজের ছাত্ররা বিক্ষোভ মিছিল বের করে। এর পর থেকে আসামিরা পলাতক রয়েছে।

    এছাড়া অনেক সময় তাদের বিরুদ্ধে মৌখিক অভিযোগ করে, কিন্তু লিখিত অভিযোগ না পাওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়াও সম্ভব হয় না অনেক সময়।

    ‘০০ নাইন’ গ্রুপ : জেলার এক সময়ের শিক্ষিত, সভ্য ও আদর্শ অঞ্চল হিসেবে খ্যাত দৌলতখান উপজেলায় এখন আতঙ্কের নাম হয়ে উঠেছে নবম শ্রেণির ছাত্র নবী নেওয়াজ আকাশ ও রনজু। এই গ্রুপের সদস্যদের নিয়ন্ত্রণ মেয়র জাকির হোসেনের পুত্র আকাশের হাতেই। এছাড়া কবির সরদারের ছেলে তানজিব রনজু হচ্ছেন গ্রুপের (মোনস্টার) ফার্স্ট ইন কমান্ড, আনজু মিস্ত্রীর ছেলে সাকিল (সেকেন্ড ইন কমান্ড), রুহুল আমিন মিয়ার ছেলে আরিফ, মঞ্জু মাঝির ছেলে মো. বাবু, শাহ নেওয়াজ চৌধুরীর ছেলে মাহি, সাব্বির, মো. মিরাজ, মো. আলিফ ও মিততাহুলসহ আরও অনেকেই সক্রিয় রয়েছেন।

    এদের সবার ফেসবুক বর্তমানে লক করে রাখা হয়েছে। প্রথম ৬ জন কলেজে হামলা মামলায় আসামি করার পর থেকেই তারা পলাতক।

    এলাকার কিশোর গ্যাং নিয়ে কথা হয় দৌলতখান উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি মনজুর আলম খানের সঙ্গে। তিনি বলেন, পৌর মেয়রের ছেলের এমন গ্রুপে সম্পৃক্ত থাকার অভিযোগ সত্যিই দুঃখজনক।

    উপজেলা নির্বাহী অফিসার জীতেন্দ্র নাথ জানান, নবম শ্রেণির ছাত্রদের যেখানে লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকার কথা, সেখানে নানা অভিযোগ উঠছে। তিনি এ ব্যাপারে অভিভাবকদের সচেতন হওয়ার অনুরোধ জানান।

    ওসি এনায়েত হোসেন জানান, শিগগিরই অভিভাবকদের নিয়ে সভা ডাকা হবে। কিশোর অপরাধ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জেলার মৎস্য, বনবিভাগ ও পাউবো কর্মকর্তাসহ অনেকেই। ছেলের অপকর্ম নিয়ে কথা হয় মেয়র জাকির হোসেন তালুকদারের সঙ্গে। তিনি বলেন, ছেলের বিরুদ্ধে অনেক অভিযোগই সত্য নয়। রাজনৈতিকভাবে তার সুনাম ক্ষুণ্ণ করতে প্রতিপক্ষ নানা অপপ্রচার চালাচ্ছে।

    কলেজে হামলার বিষয়ে যে মামলা হয়েছে, তা স্কুলছাত্রদের সঙ্গে কলেজ ছাত্রদের ঘটনা। একা তার ছেলের বিষয় নয়। ওই ঘটনা সমঝোতা হয়ে গেছে। পারিবারিকভাবে তার ছেলেকে শাসনে রাখার দাবি করে বলেন, ছেলেকে আর এলাকায় আনছি না। তাকে ঢাকায় রেখে লেখাপড়া করাব। সূত্র : যুগান্তর

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    ‘০০ অভিভাবকরা উদ্বেগে কিশোর গ্যাং নাইন’ বরিশাল বিভাগীয় ভোলায় সংবাদ
    Related Posts
    সিলেট রোড

    সড়কের মাঝখানে গাছ রেখেই ঢালাই সম্পন্ন

    August 25, 2025
    খুলনায় দ্রুতগামী ট্রাকের

    খুলনায় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় ইজিবাইকের ৩ যাত্রী নিহত

    August 25, 2025
    নড়াইলে ঘেরের পানিতে

    নড়াইলে ঘেরের পানিতে ডুবে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু

    August 25, 2025
    সর্বশেষ খবর
    হৃদরোগ

    হৃদরোগ প্রতিরোধে এড়াতে হবে ৩ অভ্যাস, জানালেন বিশেষজ্ঞ

    নিয়োগ

    ৩পদে ৫ জনকে নিয়োগ দেবে ঈশ্বরদী ইপিজেডে, এসএসসি পাসেও আবেদনের সুযোগ

    অনন্ত

    সন্তানদের ইসলামী শিক্ষার কারণে সিনেমা ছাড়ার পথে অনন্ত-বর্ষা

    বার্সেলোনা

    লা লিগায় হোম ভেন্যু সংকটে বার্সেলোনা, প্রত্যাখ্যান করল কর্তৃপক্ষ

    রবিউল আউয়াল

    শুরু হলো মুসলমানের আবেগ ও ভালোবাসার মাস রবিউল আউয়াল

    চীন

    চীনে বেকার তরুণদের নতুন প্রবণতা: টাকা দিয়ে নকল অফিসে কাজের ভান

    মিয়ানমার

    বাস্তুচ্যুত রোহিঙ্গারা অধিকার নিয়ে মিয়ানমারে ফিরতে প্রস্তুত: নিরাপত্তা উপদেষ্টা

    Boom Party

    8 ঘন্টা প্লেব্যাক টাইম দিবে Boom Party স্পিকার, পাওয়া যাবে দুর্দান্ত 100W সাউন্ড আউটপুট

    আফগানি মুদ্রা

    গত ৪ বছরে বৈদেশিক মুদ্রার বিপরীতে আফগানি মুদ্রার মান বেড়েছে ২১%

    Vivo

    26 আগস্ট লঞ্চ হচ্ছে মিড রেঞ্জের Vivo T4 Pro স্মার্টফোন

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.