বিনোদন ডেস্ক: সবচেয়ে বেশি উপার্জনকারী কয়েকজন হলিউড তারকার তালিকা প্রকাশ করেছে ‘ভ্যারাইটি’ ম্যাগাজিন। আর সেই তালিকার প্রথমে রয়েছেন ড্যানিয়েল ক্রেগ।
ভ্যারাইটির প্রকাশিত ওই তথ্য অনুযায়ী, নেটফ্লিক্সের সঙ্গে জনপ্রিয় ক্রাইম থ্রিলার সিরিজ ‘নাইভস আউট’ এর আরও দুটি সিক্যুয়েলে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ‘জেমস বন্ড’ তারকা খ্যাত ড্যানিয়েল। বিনিময়ে পাচ্ছেন ১০০ মিলিয়ন ডলার!
ভ্যারাইটির মতে, এটি এই কারণে যে স্ট্রিমিং সাইটটি তাদের অভিনেতাদের ‘প্রত্যাশিত ব্যাক-এন্ড বক্স অফিস অংশগ্রহণের জন্য ক্ষতিপূরণ দেয়’ যদি তারা তাদের সিনেমাগুলি শুধুমাত্র সিনেমা হলে মুক্তি পায়।
জানা গেছে, ‘নাইভস আউট’ এর এই দুটি ছবিতেও প্রথমটির মতো ডিটেকটিভ বেঁনোয়া ব্লাঙ্ক-এ চরিত্রেই দর্শকদের সামনে হাজির হবেন এই জনপ্রিয় হলিউড তারকা। ‘নাইভস আউট’ ছবির টিমের সঙ্গে ৪৬৯ মিলিয়ন ডলারের চুক্তি ইতিমধ্যেই সেরে ফেলেছে নেটফ্লিক্স। তাদের দেওয়া শর্তের মধ্যে অন্যতম দুই শর্ত ছিল যে এই সিরিজের দুটো সিক্যুয়েলেই থাকবেন ড্যানিয়েল এবং ছবির বাজেট ‘নাইভস আউট’ সিরিজের প্রথম ছবির বাজেটের থেকে কোনওভাবেই কম করা যাবে না।
অন্যদিকে, আয়ের দিক থেকে দ্বিতীয় স্থানে হলেও ‘জেমস বন্ড’ এর পারিশ্রমিকের প্রায় অর্ধেক টাকা পকেটে পুরেছেন ‘দ্য রক’ ওরফে ডোয়েন জনসন।
জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমের এর সঙ্গে ‘রেড ওয়ান’ এবং নেটফ্লিক্সের ‘রেড নোটিস’ এই দুটি ছবিতে প্রধান ভূমিকায় দেখা যাবে জনপ্রিয় হলি-তারকা জনসনকে।
৩০ মিলিয়ন এবং ২৫ মিলিয়ন ডলার আয় করে যথাক্রমে ‘জেমস বন্ড’ এর থেকে আয়ের নিরিখে অনেকটাই পিছিয়ে রয়েছেন লিওনার্দো ডি ক্যাপ্রিও এবং জেনিফার লরেন্স।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel