আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে আঘাতে সবচেয়ে বিপর্যস্ত দেশগুলোর মধ্যে অন্যতম ইতালি। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনতে দেশজুড়ে করা লকডাউন ঘোষণা করেছিল দেশটি। তবে সম্প্রতি ইতালিতে জারি থাকা ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে দেশটির সরকার।
আগামী ৩ জুনের পর এ সিদ্ধান্ত কার্যকর হবে। আজ শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে দেওয়ার পাশাপাশি আঞ্চলিক নিষেধাজ্ঞাও তুলে দেওয়া হবে একই দিন।
এটিকে দুই মাসের বেশি লকডাউনের পর দেশটির অর্থনীতি পুনরায় চালু করার প্রচেষ্টার একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
করোনাভাইরাসের কারণে বিশ্বের সবচেয়ে বেশি মৃত্যুর হার ইতালিতে। তবে সাম্প্রতিক দিনগুলোতে এখানে সংক্রমণের তীব্রতা কমেছে। দেশটিতে করোনায় সংক্রমিত হয়ে ৩১ হাজারের বেশি মানুষ মারা গেছেন। যা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পর তৃতীয় সর্বোচ্চ।
গত ফেব্রুয়ারিতে ইতালির উত্তরাঞ্চলে করোনার প্রকোপ বাড়তে থাকায় ইউরোপে প্রথম দেশ হিসেবে দেশজুড়ে লকডাউন ব্যবস্থা চালু করা হয়।
গত ৪ মে থেকে ইতালিতে লকডাউন শিথিল করে কিছু কারখানা এবং পার্ক খোলার অনুমতি দেওয়া হয়েছিল। আর দেশটির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তের সই করা সাম্প্রতিক আদেশে, ১৮ মে থেকে কিছু দোকানা এবং রেস্তোরাঁ খোলার অনুমতি দেওয়া হয়েছে। তবে সেখানে নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে।
এদিকে ক্যাথলিক চার্চগুলোও ১৮ মে প্রার্থনার আয়োজন করতে প্রস্তুতি নিচ্ছে। চার্চে আগতদের অবশ্যই ফেস মাস্ক পরিধানের পাশপাশি নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। একইসঙ্গে অন্য ধর্মের অনুসারীরাও জমায়েত করে প্রার্থনার অনুমতি পেয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



