জুমবাংলা ডেস্ক : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা বাজারের আল্লাহর দান হোটেল মালিকের কাছ থেকে ভ্রাম্যমাণ আদালতের ভয় দেখিয়ে ইউএনওর নামে ২০ হাজার টাকা নিয়েছে প্রতারক চক্র। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের কাছে মৌখিক অভিযোগ করেন হোটেল মালিক সাইফুল ইসলাম।
হোটেল মালিক সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুরে এক নারী ফোন করে নিজেকে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার পরিচয় দেন। লকডাউনের নিয়ম ভঙ্গ করে হোটেল খোলা রাখার অপরাধে আপনার প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। এরপর তিনি বলেন, ২০ হাজার টাকা এই নাম্বারে বিকাশ করলে আর কোনো অসুবিধা হবে না।
সাইফুল জানান, টাকা বিকাশ করার পর স্থানীয়দের বিষয়টি জানালে তারা আমার ভুল ধরিয়ে দেয়। আমি এর যথাযথ প্রতিকার পেতে স্থানীয় সংসদ সদস্যের কাছে বিষয়টি জানিয়েছি। বিষয়টি স্থানীয় সংসদ সদস্য শুনে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। এ সময় ৬নং ত্রিলোচনপুর ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম সানা উপস্থিত ছিলেন।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহা জানান, বৃহস্পতিবার আমি বালিয়াডাঙ্গা বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করিনি। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। সূত্র : যুগান্তর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।