আন্তর্জাতিক ডেস্ক : পর্তুগালের ভ্যালে ডি জুডিস কারাগারের কঠোর নিরাপত্তা ফাঁকি দিয়ে পাঁচ আসামি পালিয়ে গেছে। কারাগারটি লিবসন থেকে ৩০ কিলোমিটার উত্তরে অবস্থিত। ওই পাঁচ আসামির তিনজন ব্রিটেন, আর্জেন্টিনা ও জর্জিয়ার এবং বাকী দুজন পর্তুগালের নাগরিক। খবর রয়টার্স
শনিবার (৭ সেপ্টেম্বর) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছেন। পর্তুগাল কারা কর্তৃপক্ষ জানিয়েছে, পালিয়ে যাওয়া ব্যক্তিদের বয়স ৩৩ থেকে ৬১ বছর।
gঅনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কারাগার থেকে পালিয়ে যাওয়ার জন্য তারা একটি মই ব্যবহার করেছে। মই দিয়ে তারা সীমানা প্রাচীর টপকে পালিয়ে যায়। এ ঘটনার পর তাদের ধরতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
কারা কর্তৃপক্ষ আরও জানায়, পালিয়ে যাওয়া দুই পর্তুগিজকে মাদক পাচার, অপরাধ সংগঠন পরিচালনা, চুরি, ডাকাতি এবং অপহরণের অপরাধে ২৫ বছরের কারাদণ্ড দেয়া হয়। বাকী তিন জনের বিরুদ্ধেও চুরি, অপহরণ এবং ডাকাতির অভিযোগ ছিল।
কারারক্ষী ইউনিয়নের সভাপতি ফ্রেডেরিকো মোরিস বলেন, পর্যাপ্ত অর্থের বিনিয়োগ না করা এবং নিরাপত্তা রক্ষীর অভাবে এ ধরনের ঘটনা ঘটেছে।
এদিকে এ ঘটনায় কোনো মন্তব্য করেনি পর্তুগালের বিচার মন্ত্রণালয়। দেশটির কারাগারের যাবতীয় প্রক্রিয়া দেখভাল করে থাকে এই মন্ত্রণালয়।
ভ্যালে ডি জুডিস কারাগারের ওয়েবসাইটের তথ্যানুসারে, কারগারটিতে আসামি ধারণক্ষমতা ৫৬০ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।