মঙ্গল গ্রহের চাঞ্চল্যকর তথ্য: একের পর এক বন্যায় মঙ্গলের মাটির তলায় চমকে দেওয়া স্তর

মঙ্গল গ্রহের চাঞ্চল্যকর তথ্য: একের পর এক বন্যায় মঙ্গলের মাটির তলায় চমকে দেওয়া স্তর

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: মঙ্গলগ্রহ নিয়ে গবেষণা মুহুর্তের জন্যও থামছে না। এবার সেই গবেষণায় নাসার যানের পাশাপাশি চীনের যান ঝুরং এক চমকপ্রদ তথ্য সামনে আনল। মঙ্গলের যানটি মঙ্গলের মাটিতে নেমে গবেষণার কাজ শুরু করেছে।

যানটি থেকে বার হচ্ছে ২ ধরনের রাডার তরঙ্গ। একটি লোয়ার ফ্রিকোয়েন্সি। যা মাটির অনেক তলায় পৌঁছে যাচ্ছে। ৮০ মিটার নিচে পর্যন্ত তার পৌঁছনোর ক্ষমতা।

অন্যটি হায়ার ফ্রিকোয়েন্সি। যা মাটির কেবল সাড়ে ৪ মিটার নিচ পর্যন্ত পৌঁছতে সক্ষম। এই তরঙ্গগুলি মাটির তলার স্তর সম্বন্ধে যে তথ্য সামনে আনছে তা বেশ চমকপ্রদ।

চীনের ঝুরং রোভার, ছবি- উইকিমিডিয়া কমনস

বিজ্ঞানীরা জানাচ্ছেন, মঙ্গলের মাটির তলায় যেভাবে স্তরবিন্যাস নজরে পড়ছে তাতে এটা পরিস্কার যে এক সময় মঙ্গলে একের পর এক বন্যা হত। সে সময় মঙ্গলে প্রচুর জল ছিল।

সেই বন্যার ফলে এক এক করে নতুন স্তর পড়েছে মাটিতে। আর তা একটার ওপর আর একটা চেপেছে। যদিও এখন মঙ্গলে জল নেই। তবে এটাও বিজ্ঞানীরা জানাচ্ছেন যে মাটির স্তরে অনেক উঁচু নিচু ভাবও রয়েছে।

একসময় যখন মঙ্গল শুকিয়ে যায় তখন যে ক্রেটারগুলি সৃষ্টি হয় সেগুলি আবার শুকনো বালি জাতীয় ধুলোর স্তরের তলায় হারিয়ে যেতে থাকে। ফলে তা দিয়েও স্তর তৈরি হতে থাকে।

যা চাপা পড়তে থাকে সময়ের সঙ্গে। হারিয়ে যেতে থাকে মাটির তলায়। এভাবে মঙ্গলের মাটির তলায় জটিল স্তরবিন্যাসের খোঁজ পেয়েছে চীনের রোভার।

বহুদিন ধরে নয়, চাঁদের জন্ম মাত্র কয়েক ঘণ্টায়! নতুন তথ্য উঠে এল গবেষণায়