
নিজস্ব প্রতিবেদক: ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা বিগত তিন-চারদিন ধরে স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের।
বুধবার দুপুরে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে এক সাংবাদ সম্মেলনে এরশাদের শারীরিক অবস্থা ও চিকিৎসার ব্যাপারে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান।
জিএম কাদের বলেন, দলের চেয়ারম্যান এরশাদের শারীরিক অবস্থা এখনো আশঙ্কাজনক। একদিন বিরতির পর ফের শুরু হয়েছে হেমো ডায়া ফিল্টারেশন ও হেমো পারফিউশন।
তিনি বলেন, ‘মেশিনের সাহায্য ছাড়া একদিন কিডনির ফাংশন কাজ করছে কি না, তা দেখতে চেয়েছিলেন চিকিৎসকরা। কিন্তু সুফল পাওয়া যায়নি। মেশিনের সাহায্যে আবার ডায়ালাইসিস শুরু হয়েছে।’
এরশাদের রক্তে জীবাণুর মাত্রা ক্রমে কমে এসেছে। এ অবস্থা চলতে থাকলে ৭-৮ দিন পর এরশাদের অর্গানগুলো স্বাভাবিকভাবে কাজ করবে বলে চিকিৎসকরা ধারণা করছেন বলে জানান কাদের।
মাইডোলিসপ্লাস্টিক সিনড্রোমে আক্রান্ত এরশাদের শারীরিক অবস্থা ৩-৪ দিন ধরে স্থিতিশীল রয়েছে বলে জানান তিনি।
জি এম কাদের আরও জানিয়েছেন, গত মঙ্গলবার চোখ মেলে তাকালেও ওষুধের প্রভাবে তন্দ্রাচ্ছন্ন থাকায় বুধবার আর চোখ মেলেননি।
বিরোধীদলীয় নেতা এরশাদের ছোট ছেলে এরিক এরশাদকে হুমকি দেওয়া প্রসঙ্গে জানতে চাইলে তিনি বিস্তারিত কিছু বলেননি।
জি এম কাদের বলেন, ‘অস্বাভাবিক কিছু যদি থাকে, তাহলে থানায় জিডি করে রাখাই তো নিয়ম। এর চেয়ে বেশি কিছু বলা বাহুল্য। বেশি কিছু বলার প্রয়োজন আছে বলে মনে হয় না।’
মোবাইল ফোনে এরিক এরশাদকে অপহরণের হুমকি দেওয়ায় সোমবার গুলশান থানায় জিডি করেন এরশাদের ভাতিজা ও জাপার প্রেসিডিয়াম সদস্য খালেদ আখতার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।