আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দীর্ঘ দুই দশকের বেশি সময় পর আগামীকাল মঙ্গলবার ময়মনসিংহে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এদিন জেলা সার্কিট হাউস মাঠের জনসভায় ভাষণ দেবেন তিনি। গতকাল রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে জনসভাস্থলে মঞ্চ নির্মাণের কাজ শুরু করেছেন বিএনপি নেতারা।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (বিভাগের দায়িত্বপ্রাপ্ত) মো. শরীফুল আলম বলেন, তারেক রহমানের আগমন ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা।
দীর্ঘ দুই দশকের বেশি সময় পর আগামী ২৭ জানুয়ারি তিনি ময়মনসিংহে আসছেন। নগরীর ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে এক জনসভায় বক্তব্য দেবেন। এ সময় মঞ্চে ময়মনসিংহ বিভাগের চার জেলার ২৪ জন প্রার্থী উপস্থিত থাকবেন।
তিনি আরো বলেন, বাংলাদেশের প্রাণ তারেক রহমান।
আরও পড়ুনঃ
১৭ বছর স্বৈরাচারবিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। আমরা চেয়ারম্যানকে বরণ করার জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছি। আমরা চাইছি সার্কিট হাউসে একটি ঐতিহাসিক জনসভা করার, যেটা বিগত সময়ে এই মাঠের সব রেকর্ড ভঙ্গ হবে।
উল্লেখ্য, ২০০৫ সালের ২০ জুলাই সর্বশেষ ময়মনসিংহ এসেছিলেন তারেক রহমান।
ওই সফরে তিনি ময়মনসিংহ সদর, নান্দাইল ও ঈশ্বরগঞ্জসহ বেশ কয়েকটি উপজেলায় যান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


