বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ইউরোপের বাজারে নতুন স্মার্টফোন নিয়ে এসেছে মটোরোলা। ৩ মার্চ মটো জি২২ নামে এটি উন্মুক্ত করা হয়। এতে মিডিয়াটেকের প্রসেসর, পাওয়ার ভিআরের গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) দেয়া হয়েছে। খবর গ্যাজেটস থ্রিসিক্সটি।
মটো জি২২ স্মার্টফোনটিতে ৬ দশমিক ৫ ইঞ্চির ৭২০–১৬০০ পিক্সেলের এইচডিপ্লাস ম্যাক্সভিশন এলসিডি ডিসপ্লে দেয়া হয়েছে। যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ, পিক্সেল ডেনসিটি ২৬৮ পিপিআই, আসপেক্ট রেশিও ২০:৯।
ডিভাইসটিতে মিডিয়াটেকের অক্টা-কোর হেলিও জি৩৭ প্রসেসর ব্যবহার করা হয়েছে। গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) হিসেবে পাওয়ারভিআর জিই৮৩২০ চিপ ও ৪ জিবি র্যাম দেয়া হয়েছে। ডিভাইসটিতে ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে। মেমোরি কার্ড ব্যবহারের মাধ্যমে স্টোরেজ ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।
ক্যামেরার দিক থেকে ডিভাইসটিতে কোয়াড সেটআপ রয়েছে। যার প্রথমেই ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে। এরপর ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ও ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর রয়েছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনের সম্মুখে পাঞ্চহোল ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে।
কানেক্টিভিটির দিক থেকে স্মার্টফোনটিতে ফোরজি এলটিই, ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ভার্সন ৫, এনএফসি, ইউএসবি টাইপ সি পোর্ট ও একটি ৩ দশমিক ৫ মিলিমিটারের হেডফোন জ্যাক রয়েছে। মিডরেঞ্জের ডিভাইসটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেসিয়াল রিকগনিশন, প্রক্সিমিটি সেন্সর, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর,এক্সিলারোমিটার, জায়রোস্কোপ, ই-কম্পাস, জিপিএস, এ-জিপিএস রয়েছে।
মটো জি২২ স্মার্টফোনে ৫ হাজার মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ও ১৫ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। তবে ডিভাইসটির সঙ্গে ১০ ওয়াটের চার্জার দিয়েছে মটোরোলা। স্মার্টফোনটির বাইরের অংশে পানি নিরোধক কোটিং রয়েছে। বর্তমানে শুধু ইউরোপের বাজারে স্মার্টফোনটি পাওয়া যাবে। শিগগিরই ভারত, লাতিন আমেরিকা, এশিয়া ও মধ্যপ্রাচ্যে স্মার্টফোনটির বাজারজাত শুরু হবে বলে প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে।
কসমিক ব্ল্যাক, আইসবার্গ ব্লু ও পার্ল হোয়াইট রঙে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের স্মার্টফোনটি কিনতে ১৬৯ দশমিক ৯৯ ইউরো ব্যয় হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।