মটোরোলা মটো জি প্লে স্মার্টফোনটি ২০২২ সালের ১২ ডিসেম্ভর বিশ্বব্যাপী রিলিজ পায়। এ স্মার্টফোনে ৬.৫ ইঞ্চির সাইজের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ৯০ হার্জ রিফ্রেশ রেটের ফিচার দেওয়া হয়েছে। আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।
ডিসপ্লের রেজুলেশন হচ্ছে ৭২০*১৬০০ পিক্সেল। এন্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম দ্বারা স্মার্টফোনটি পরিচালিত হবে। মটোরোলার হ্যান্ডসেটটিতে মিডিয়াটেক হেলিও জি৩৭ চিপসেট ব্যবহার করা হয়েছে।
স্মার্টফোনটিতে ৩ জিবি র্যাম ও ৩২ জিবি ইন্টার্নাল স্টোরেজ ইন্সটল করা হয়েছে। পেছনে ১৬ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও সামনে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ইন্সটল করা হয়েছে। লিথিয়াম আয়নের ৫০০০ মেগাহার্জের ব্যাটারি স্মার্টফোনটিকে পাওয়ার প্রদান করবে।
ইতিবাচক দিক
- টেকসই ব্যাটারি লাইফ
- স্মুথ সিস্টেম এক্সপেরিয়েন্স
- সহজলভ্য
- হেডফোন জ্যাক এর পোর্ট
- স্টোরেজ বৃদ্ধির সুযোগ
নেতিবাচক দিক
- ক্যামেরা কোয়ালিটি অসন্তোষজনক
- ধীর গতির চার্জিং
- আপডেট সিস্টেম স্মুথ নয়
- ৫জি নেই
- এনএফসি অনুপস্থিত
মটোরোলা ফোন এর সবথেকে ভালো দিক হচ্ছে কম দামে ভালো কোয়ালিটির স্মার্টফোন মার্কেটে রিলিজ করা। এবারও তার ব্যতিক্রম হয় না। মটোরোলা মটো জি প্লে স্মারেটফোনটি যথেষ্ট টেকসই।
কোম্পানির অন্যতম বাজেট স্মার্টফোন এটি। তবে এন্ডয়েড ১৩ এর আপডেট না থাকায় কিছুটা হতাশ হতে হয়েছে। ১২ হাজার রুপি ও ১৭ হাজার টাকায় ফোনটি ক্রয় করা সম্ভব হবে।
একবার চার্জ হয়ে গেলে ফোনটি একটানা ২৪ ঘন্টার বেশি ব্যবহার করা যাবে। গেমিং, স্ট্রিমিং সহ দৈনন্দিন কাজ অনায়াসে করা যাবে।
UX সিস্টেমে কাস্টোমাইজেশনের যথেষ্ট ভালো অপশন থাকবে। তবে স্মার্যফোনটিতে আরেকটু শক্তিশালী প্রসেসর ব্যবহার করা যেতো। কম দামে যাদের টেকসই ব্যাটারি দরকার তাদের জন্য স্মার্টফোনটি উপযুক্ত হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।