আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিহারে বিষাক্ত মদপান করে ১৬ ব্যক্তির মৃত্যু হয়েছে। রাজ্যের পশ্চিম চম্পারণ জেলায় বুধবার এ ঘটনা ঘটেছে। চম্পারণের জেলা প্রশাসক কুন্দন কুমার জানিয়েছেন, মৃতরা মূলত দেউরাওয়া, জোগিয়া ও বাগাহি নামের তিনটি গ্রামের বাসিন্দা। এ ঘটনায় দুই নারীসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। গত মার্চ মাসেও বিহারে বিষাক্ত খেয়ে আটজনের মৃত্যু হয়েছিল। তবে পরিবারের সদস্যরা বলছেন, ভুক্তভোগীরা কোনো মদ খায়নি।
স্থানীয় জেলা প্রশাসক কুন্দন কুমার বলেন, ‘আমরা খবর পেয়েছি গত দুদিনে প্রায় ১৬ জন রহস্যজনকভাবে মারা গেছেন। যদিও তাদের পরিবার ও গ্রামবাসী মদ খাওয়ার কথা অস্বীকার করেছেন। এই ঘটনায় এফআইআর দায়ের হয়েছে।’
ডেপুটি ইনস্পেক্টর জেনারেল লালন মোহন প্রসাদ বলেন, ‘আমরা প্রায় ৪০ জনের বয়ান রেকর্ড করেছি। তাদের মধ্যে মৃতদের পরিবারের লোকও রয়েছেন। মদ খাওয়ার কথা অস্বীকার করেছেন সবাই। যদিও হাসপাতালে চিকিৎসাধীন এক ব্যক্তি জানিয়েছেন, তিনি মদ খেয়েছিলেন।’
২০১৬ সালের এপ্রিল মাস থেকে বিহারে মদ বিক্রি বন্ধ। তার পরেও এই ধরনের ঘটনা সামনে আসায় দুজন গ্রাম চৌকিদারকে বরখাস্ত করেছে প্রশাসন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।