আন্তর্জাতিক ডেস্ক: চীনে এক প্রদেশে মদের গুদামে হানা দিয়ে গুদাম ঘর তছনছ করে ১৪টি হাতি। এদের মধ্যে দুইটি হাতি ঢক ঢক করে সাবার করে দেয় ৩০ লিটার মদ। এর পর মাতাল অবস্থায় ওই দুই হাতি জঙ্গলের পথে পাড়ি দেয়। কিন্তু বেসামাল অবস্থায় রাস্তার ধারে একটি চা বাগানে ঢুকে পড়ে। শেষমেশ ওই দুই হাতি চা বাগানে ঘুমিয়ে পড়লে সেই ছবি ওঠে সিসিটিভি ফুটেজে। ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।
জানা যায়, দক্ষিণ পশ্চিম চীনের ইউনান প্রদেশের এক গ্রামে ঘটেছে এই ঘটনা। ১৪টি হাতি খাবারের খোঁজে আচমকা হানা দিয়েছিল মদ প্রস্তুতকারক একটি বাড়িতে। সেখানে গম থেকে উৎপন্ন করা হচ্ছিল মদ। হাতিরা খাবার না পেয়ে গুদাম তছনছ করে দিয়ে যায়। কিন্তু ওই দুই হাতি ৩০ লিটার মদ পান করে ফেলে।
মাতাল ওই দুই হাতির চা বাগানে শুয়ে থাকার ছবি তোলেন বিংবিং নামের এক ট্র্যাভেল ফটোগ্রাফার।
তবে মেন্ধই গ্রামের প্রধান অবশ্য বলেছেন, ঘটনাটি গত বছর গ্রীষ্মকালের। কিন্তু এতদিন পর ছবি ভাইরাল হয়েছে। তিনি আরও জানান, ১৪টি হাতি গুদামে তাণ্ডব চালায়নি। শুধুমাত্র ওই দুটি হাতি সব লণ্ডভণ্ড করে দেয়। দিন শেষে হাতিদের দল আবার ফিরে যায় জঙ্গলে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।