মদের প্রচার না করায় বিশ্বকাপের প্রধান স্পন্সরের রোষানলে এমবাপ্পে

এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক: সময়টা দারুণ কাটছে কিলিয়ান এমবাপ্পের। প্রতি ম্যাচে পাচ্ছেন গোল। ফ্রান্সকে জিতিয়ে জিতে নিচ্ছেন একের পর এক ম্যাচ সেরার পুরস্কার। তবে বিতর্ক পিছু ছাড়ছে না ফরাসি তারকার।

ফিফার নিয়ম অনুযায়ী, ম্যাচ সেরার পুরস্কার হাতে নেয়ার পর গণমাধ্যমের সামনে কথা বলতে হয়। আগে দুইবার বলেননি এমবাপ্পে। এতে বেজায় চটেছিলেন সাংবাদিকরা।

অবশেষে তৃতীয়বার মিডিয়ার সামনে কথা বলেছেন পিএসজি তারকা। তবে এবার ভিন্ন কারণে রোষানলে পড়েছেন ২৪ বছর বয়সী ফরোয়ার্ড।
এমবাপ্পে
২০২২ কাতার বিশ্বকাপের প্রধান স্পন্সর যুক্তরাষ্ট্রের মদ প্রস্তুতকারক প্রতিষ্ঠান বুডওয়েজার। ম্যাচ সেরার পুরস্কারের সামনে যার মদের ব্র্যান্ডের নাম লেখা থাকে। সেখানে কোম্পানির লোগোও সম্বলিত থাকে।

প্রথা অনুযায়ী, ম্যাচ সেরার পুরস্কার পাওয়ার পর বুডওয়েজারের নাম ও লোগো মিডিয়ার সামনে প্রদর্শন করতে হয়। কিন্তু বরাবর তা আড়াল করে রাখছেন এমবাপ্পে। এতে মদের প্রচার ব্যাহত হচ্ছে বলে বেজায় ক্ষেপেছে কোম্পানিটি।

বিশ্বকাপ চলাকালেও নিজের আদর্শ ধরে রেখেছেন এমবাপ্পে। মদ, কোমল পানীয়, জাঙ্ক ফুড ও ক্রীড়া বেটিং প্রতিষ্ঠানের হয়ে কোনো প্রচার চালাচ্ছেন না তিনি। এতে ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে বলে জানিয়েছে বুডওয়েজার। ফলে ফরাসি তারকার ওপর চটেছে মার্কিন কোম্পানিটি।

আজকে রাতে ব্রাজিল-দ. কোরিয়ার ম্যাচই শেষ, ‌ভেঙে ফেলা হবে স্টেডিয়াম ৯৭৪