আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজধানী দিল্লিতে যৌন নিপীড়নের অভিযোগে অবস্থানরত কুস্তিগিরদের সঙ্গে বুধবর মধ্যরাতে পুলিশের হাতাহাতি হয়েছে।
ভারতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের গ্রেফতারি চেয়ে দিল্লির যন্তরমন্তরে চলছে কুস্তিগিরদের আন্দোলন।
সেখানেই বুধবার মধ্যরাতে হঠাৎ পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে শুরু হয় কথা কাটাকাটি। শেষ পর্যন্ত তা হাতাহাতিতে গড়ায়।
বিক্ষোভকারী কুস্তিগিরদের অভিযোগ, দিল্লি পুলিশের একটি দল মত্ত অবস্থায় বুধবার সন্ধ্যা থেকেই তাদের সঙ্গে অভব্য আচরণ করতে শুরু করেন।
রাতে তারা আচমকা এসে মারধর করেন এবং নারী কুস্তিগিরদেরও গালিগালাজ করেন। তাদের দাবি, এতে দুই আন্দোলনকারী আহত হয়েছেন। একজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।
দিল্লি পুলিশের ডিসিপি প্রণব তয়াল বলেন, বুধবার রাতে আপ নেতা সোমনাথ ভারতীর নেতৃত্বে কয়েক জন অনুমতি ছাড়াই বিক্ষোভস্থলে এসে উপস্থিত হন। ঘটনাস্থলে পৌঁছেই তারা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন। সোমনাথ এবং তার লোকেদের সমর্থন জোগান বিক্ষোভরত কুস্তিগিরেরা। পুলিশ যথাসময়ে ঘটনাস্থলে পৌঁছে অনভিপ্রেত ঘটনা রুখতে সক্ষম হয়েছে। ডিসিপি আরও জানান, সোমনাথ এবং তার দুই সমর্থককে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।