জুমবাংলা ডেস্ক : চট্টগ্রামের নগরীর উত্তর কাট্টলী এলাকার একটি ফার্নিচারের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।
রোববার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।
জানা গেছে, উত্তত কাট্টলীর সিডিএ আবাসিক এলাকার ১নং রোডের পদ্ম পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। সেখানে একাধিক ফার্নিচারের দোকান ও গাড়ির গ্যারেজ রয়েছে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম গণমাধ্যমকে জানায়, রাত ২টা ১০ মিনিটের সময় আগুন লাগার খবর আসে। একাধিক স্টেশনের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনায় ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। এ ছাড়া কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা-ও এখনও নিশ্চিত হওয়া যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।