যশোর সদরের কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রামে রেজাউল ইসলাম নামে স্থানীয় এক যুবলীগ নেতাকে গলাকেটে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) দিবাগত মধ্যরাত বারোটার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রেজাউল ইসলাম ওই গ্রামের গোলাম তরফদারের ছেলে।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, রাতে একদল দুর্বৃত্ত তাকে বাড়ি থেকে ধরে নিয়ে এসে বাড়ির পাশেই গলাকেটে ফেলে রেখে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয়রা জানান, নিহত রেজাউল ইসলাম যুবলীগের রাজনীতির সাথে যুক্ত এবং স্থানীয় পর্যায়ের নেতা ছিলেন। তবে তার পদ পদবি নিশ্চিত হওয়া যায়নি। তার নামে একাধিক মামলা রয়েছে বলে একটি সূত্র জানিয়েছে।
এ হত্যাকাণ্ডের পর থেকে পুরো এলাকায় ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের চেষ্টা করছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।