জুমবাংলা ডেস্ক: প্রচণ্ড ঠাণ্ডায় রাজধানীসহ সারাদেশে জুবুথুবু অবস্থা। রাজধানীতে গত রাতের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতে ঠাণ্ডা যেন আরো বেড়ে গেছে। তবে শুধু রাজধানীই নয়, দেশের বিভিন্ন অঞ্চল থেকেই বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে।
গৃহহীন ভাসমান মানুষদের এ ঠাণ্ডার সঙ্গে বৃষ্টিতে দুর্ভোগ আরো বেড়ে যায়। বৃষ্টিতে ভেজার কষ্ট তো পেতে হয়েছে, সেই সঙ্গে শীতে কষ্টে পড়তে হয়েছিল অনেককে।
দেশের বিভিন্ন এলাকায় বিশেষ করে চরাঞ্চলে অভাবী মানুষদের শীতবস্ত্রের অভাবের সঙ্গে বৃষ্টিপাতে কষ্টের মাত্রা বেড়ে গেছে। অনেকেই আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন, যার কারণে বেড়েছে অগ্নি দুর্ঘটনা।
আবহাওয়া অফিস আগেই জানিয়েছিল লঘুচাপের প্রভাবে বৃষ্টিপাত হতে পারে। মধ্যরাতে শুরু হয়েছে সে বৃষ্টি। বৃহস্পতিবার রাত ১টার দিকে রাজধানী বিভিন্ন এলাকায় এ বৃষ্টি হয়।
আজ শুক্রবারও দেশের কিছু অঞ্চলে বৃষ্টি হতে পারে। পরবর্তী দুদিনেও হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেসঙ্গে কমবে তাপমাত্রাও। বৃষ্টির কারণে শীতের তীব্রতা বেড়েছে।
আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।