মনের দুঃখে আধুনিক বাংলা গান ধরলেন ভুবন বাদ্যকর

ভুবন বাদ্যকর

বিনোদন ডেস্ক : বীরভূমের দুবরাজপুর এর বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকারকে চেনেননা এমন মানুষ বোধকরি সোশ্যাল মিডিয়ায় আতসকাঁচ দিয়ে খুঁজেও পাওয়া যাবে না! মানুষের সাথে আলাপচারিতা হোক কিংবা সোশ্যাল মিডিয়ায় গান, ভুবনের নাম একবার উঠে আসবেই আর তার নাম উঠে এলেই তার সাথে উঠে আসবে তার গানের সুর এবং কথা!

ভুবন বাদ্যকর

নিজের ব্যবসাকে আরও ভালোভাবে গড়ে তোলার জন্য তৈরি এই গান কিন্তু ভুবন কোনদিনই ভাইরাল হওয়ার জন্য বাঁধেননি। তবে অনেক তো হলো “কাচা বাদাম” ফেভার এবার উক্ত স্রষ্টা একটু স্বাদ বদল করে আধুনিক বাংলা গান গেয়ে ভাইরাল হলেন। কি সেই গান? আসুন জেনে নেওয়া যাক।

গানের কথা এবং সুরের জাদুতে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠা এই কুড়ালজুরি গ্রামের বাদাম কাকুর সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা তুঙ্গে। ইউটিউব, ফেসবুকে একরাশ জনপ্রিয়তা পেলেও কিংবা বাড়িতে তার ফ্যানেরা থরে থরে ভিড় জমালেও ভুবনের আর্থিক অবস্থার কি খুব একটা সূলুক হয়েছে নাকি এখনো বাড়িতে এসেই নুন আনতে পান্তা ফুরায় অবস্থা? এদিন ভুবন বাদ্যকারের জীবনের সেই হাঁড়ির খবর ক্যামেরার সামনে তুলে ধরলেন দাদা জগাই বাদ্যকর।

কিভাবে চলছে সংসার? কিভাবেই বা চড়ছে হাড়ি! সেই নিয়ে খোলাখুলি মেজাজেই ক্যামেরার সামনে কথা বলতে দেখা গেল তাকে। দাদার সাথে সুরে সুর মিলিয়ে এদিন ভাইরাল বাদাম কাকুও জানান, “তার আর্থিক অবস্থার যে ভালো নেই সে কথা বলার অপেক্ষা রাখে না।”

তবে এই সকল দুঃখের কাহিনী সংবাদমাধ্যমের সাথে ভাগ করে নিতে নিতে হঠাৎই নিজের খালি গলায় গেয়ে ওঠেন আধুনিক বাংলা গান। “এমন মানুষ পেলাম না রে যে আমায় ব্যাথা দিল না” গানটি গাওয়ার মাধ্যমে নিজের মনের গহীন গহব্বরের সমস্ত দুঃখ কষ্টকে ঝেড়ে ফেলতে চেয়েছিলেন যেন তিনি।

না! কখনো অসাধারণ হতে চাননি। অত্যান্ত সাধারণ মানুষের এই সৃষ্টিই কালক্রমে ভাইরাল হয়ে গেলেও খুব একটা লাভের আশা দেখেননি স্রষ্টা। তার গান ব্যবহার করে ও রিমিক্স ভার্সন তৈরি করে টাকা উপার্জন করলেও গানটির মূল রচয়িতা বীরভূমের ভুবনের দিকে ফিরে তাকাননি কেউই। “আমার বীরভূম” চ্যানেল থেকে প্রকাশ করা এই ভিডিওটির কমেন্ট সেকশনে বহু নেটিজেনকেই ভুবনের প্রতি সহানুভূতি প্রকাশ করতে দেখা গিয়েছে। তবে ফাঁপা সহানুভূতি প্রদর্শনের কি খুব একটা উপকার হবে ভুবনের? প্রশ্নটা কিন্তু রয়েই যাচ্ছে!