মনোনয়ন পেলেন না প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় নির্বাচনে কুড়িগ্রাম-৪ আসনে বর্তমান সংসদ সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনকে দলীয় মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ। ওই আসনে নৌকার প্রার্থী হয়েছেন মোঃ বিপ্লব হাসান।

আজ বিকাল ৪টায় কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার টিকিটে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর আগে কুড়িগ্রাম-৪ আসনে জাকির হোসেনের নামে নানা অভিযোগ তুলে মনোনয়ন না দিতে দলের সভাপতি শেখ হাসিনা উদ্দেশে লিখিত অভিযোগ দেন স্থানীয় ১৬ জন নেতা।

আবেদনে জাকির হোসেনের বিপরীতে যেকোনো প্রার্থীকে মনোনীত করার আবেদন করেন তাঁরা।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৯৮ আসনে দলীয় প্রার্থীদের নাম প্রকাশ করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
নারায়ণগঞ্জ-৫ ও কুষ্টিয়া-২ আসনের প্রার্থীর নাম আজ ঘোষণা করা হয়নি। এ দুই আসনে প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে বলে জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

কয়েক দফায় দলের পার্লামেন্টারি বোর্ডের সভায় প্রার্থী ঠিক করে আওয়ামী লীগ। এসব সভা সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের ৩০০টি সংসদীয় আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফরম কেনেন ৩ হাজার ৩৬২ জন। এর আগে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে ৪ হাজার ২৩ জন দলীয় মনোনয়ন ফরম কিনেছিলেন। সেই হিসাবে এবার আওয়ামী লীগের মনোনয়ন ফরম আগেরবারের চেয়ে ৬৬১টি কম বিক্রি হয়েছে।

জাতীয় নির্বাচনের তপশিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে। তপশিল অনুযায়ী ৩০ নভেম্বর মধ্যে কমিশনে দল মনোনীত প্রার্থীদের মনোনয়ন ফরম জমা দিতে হবে।