জুমবাংলা ডেস্ক : ঢাকার দুই সিটি নির্বাচনে মেয়র পদে, আওয়ামী লীগ প্রার্থী ফজলে নূর তাপস, আতিকুল ইসলাম এবং বিএনপি প্রার্থী ইশরাক হোসেন ও তাবিথ আউয়ালের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।
বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল অভিযোগ করেন, তার মনোনয়ন বাতিলের চেষ্টা হয়েছিলো। তিনি বলেন, ‘রিটার্নিং অফিসের কর্মকর্তাদের কাছে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার মনোনয়নপত্রকে বৈধ হিসেবে ঘোষণা দেয়ার জন্য। এটাকে আমার ও আমার দলের জন্য প্রাথমিক বিজয় হিসেবে ধরে নিয়েছি। কারণ গতকাল গভীর রাত পর্যন্ত আমি অনেক তথ্য পেয়েছি যে, সরকারি অনেক সংস্থাগুলো অনেক চেষ্টা করেছিল খুঁত বের করার জন্য। আমার ঋণ বা বিল খেলাপির অপপ্রচারের চেষ্টা চালানো হয়েছে। যদি তারা পারেন নাই, এজন্য আমার মনোনয়নপত্রকে বৈধ ঘোষণা দিয়েছে।’
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে আগারগাঁওয়ের জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট মিলনায়তনে উত্তর সিটির মনোনয়ন যাচাই বাছাই শুরু হয়। আর দক্ষিণের কার্যক্রম চলছে গোপীবাগে রিটার্নিং কর্মকর্তার অস্থায়ী কার্যালয়ে।
এবার দুই সিটিতে মোট ১ হাজার ৩৯ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা পড়েছে। উত্তর সিটিতে মেয়র পদে সাতজনসহ ৪শ’ ৭০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। দক্ষিণ সিটিতে মেয়র পদে সাত জনসহ ৫শ’ ৬৯ টি মনোনয়ন জমা পড়েছে।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel