আন্তর্জাতিক ডেস্ক : দ্বিতীয় মহামিছিলে আবারো হুঁশিয়ারি দিলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ‘বাংলায় এনআরসি হবে না, নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর হবে না’। মহানগরে যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড থেকে যদুবাবুর বাজার পর্যন্ত মিছিলে আজ হেঁটেছেন তিনি।
মিছিল শেষে সিএএ ও এনআরসি বিরোধিতায় একঝাঁক স্লোগান তৈরি করে তা জনতার মাঝে ছড়িয়ে দিলেন মমতা। একনজরে জেনে নিন কী কী স্লোগান দিলেন মমতা।
‘আমরা সবাই, নাগরিক … আমরা কারা সিটিজেন’।
‘লড়ছে কারা, সিটিজেন … লড়বে কারা, সিটিজেন’।
‘হিন্দু-মুসলমান, সিটিজেন … আমরা সবাই, সিটিজেন’।
‘ভাইরা কারা, নাগরিক … বোনরা কারা, নাগরিক … মা-বোনেরা, সিটিজেন’।
‘বিহারেতে, সিটিজেন … দিল্লিতে, সিটিজেন … কেরালায়, সিটিজেন … আসামে, সিটিজেন … উত্তর-পূর্বে সিটিজেন’।
‘রাস্তায় কারা, সিটিজেন … গ্রামগঞ্জে, সিটিজেন … জেলায় জেলায় সিটিজেন’।
‘ছাত্র যুব, সিটিজেন … কিষান ভাইরা, সিটিজেন’।
‘নহি চলেগা নহি চলেগা, এনআরসি নহি চলেগা … সিএবি, নহি চলেগা’।
‘সিএবি, ওয়াপস লো … এনআরসি, ওয়াপস লো’।
‘সিএবি বাতিল করো … বাতিল করো, বাতিল করো … এনআরসি বাতিল করো, বাতিল করো, বাতিল করো’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।