
আন্তর্জাতিক ডেস্ক: মমতা বন্দোপাধ্যায় রাজনৈতিক কারণে কৃষকদের জন্য কেন্দ্রীয় সরকারের আর্থিক সহায়তার তহবিল আটকে দিচ্ছেন বলে অভিযোগ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি দাবি করেন, পিএম-কৃষান প্রকল্প আটকে দিয়ে রাজ্যের ৭০ লাখ কৃষকের সহায়তা তহবিল আটকে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। বিজেপি নেতা মোদি অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেস নেতা মমতার মতাদর্শ রাজ্যটিকে ধ্বংস করে দিচ্ছে। খবর এনডিটিভির।
চার মাস পর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচন। ওই নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে। নির্বাচন সামনে রেখে দল দুইটির নেতারা সম্প্রতি পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ তুলতে শুরু করেছেন।
শুক্রবার নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী কৃষান সম্মান নিধি (পিএম-কৃষান) নামের একটি প্রকল্পের অর্থ বরাদ্দ অনুমোদন করেন। প্রকল্পের সুবিধাভোগী কৃষকেরা প্রতিবছর ৬ হাজার রুপি করে সহায়তা পাবেন। মোদি অভিযোগ করেন পশ্চিমবঙ্গে প্রকল্পটি আটকে দিচ্ছেন মমতা বন্দোপাধ্যায়।
মমতা বন্দোপাধ্যায় প্রসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘আপনারা যদি মমতার ১৫ বছর আগের বক্তব্য শোনেন তাহলে বুঝতে পারবেন তার মতাদর্শ পশ্চিববঙ্গকে কতটা ধ্বংস করেছে।’ তিনি বলেন, ‘যারা স্বার্থপরতার রাজনীতি করছেন মানুষ তাদের নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। (মমতার) দলটি কৃষকদের লাভের কথা বলছে না, বরং কৃষকদের নামে দিল্লির নাগরিকদের হয়রানি এবং দেশের অর্থনীতি ধ্বংসে যুক্ত রয়েছে।’
উল্লেখ্য, শুক্রবার পিএম-কৃষান প্রকল্পের আওতায় নয় কোটি কৃষকদের জন্য ১৮ হাজার কোটি রুপি অর্থ সহায়তা অনুমোদন করেন নরেন্দ্র মোদি। এছাড়া নয়টি রাজ্যের কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন নরেন্দ্র মোদি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।