স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ডের কাছে টেস্ট হারের বিব্রতকর পরিস্থিতি থেকে মুক্তি পাবার পর খেলোয়াড়দের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল বলে জানিয়েছেন ইংল্যান্ড কোচ ট্রেভর বেলিস। অ্যাশেজ সিরিজে নামার আগে লর্ডসে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে নেমে প্রথম ইনিংসে ৮৫ রানেই অল আউট হয়ে যায় ইংল্যান্ড। কিন্তু দ্বিতীয় ইনিংসে সফরকারী আইরিশদের মাত্র ৩৮ রানে অল আউট করে দিয়ে ১৪৩ রানে জয়লাভ করে বেইলিসের শিষ্যরা।
ইংলিশদের দ্বিতীয় ইনিংসে নাইট ওয়াচম্যান হিসেবে ব্যাটিংয়ে নেমে সর্বাধিক ৯২ রান সংগ্রহ করেন জ্যাক লিচ। যদিও অ্যাশেজের ১৪ জনের স্কোয়াডে স্থান হয়নি লিচের। তারপরও বাঁহাতি স্পিনারের প্রচেষ্টার প্রশংসা করেছেন বেইলিস।
বিবিসি রেডিওকে ইংলিশ কোচ বলেন, ‘ম্যাচের পর আমাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। এমন বিপর্যয়ের পর জয়লাভ করলেও কঠোর হওয়া উচিত। এমন পরিস্থিতি কেন হলো তার জবাবদিহি হওয়া উচিত। আমি মনে করি লিচ দৃষ্টান্ত স্থাপন করেছে। অন্য ব্যাটসম্যানদের উচিত তার এই দৃষ্টান্ত থেকে শিক্ষা নেয়া। সে তার করণীয় সম্পর্কে মনোযোগী ছিল। সে তার মনের ভাব কাজে প্রমাণ করেছে।’
বেলিস বলেন,‘ আমি অনেকবার বলেছি, যে কোন পরিস্থিতিতে একটি পরিকল্পনা থাকতে হবে। আপনাকে পরিস্কার ভাবে নিজ পরিকল্পনার বাস্তবায়ন ঘটাতে হবে। এভাবে নিজের পথটিকে হেলাফেলায় নষ্ট করা যাবে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।