আন্তর্জাতিক ডেস্ক : দুবাইয়ে মুরুভুমিতে আটকে জনপ্রিয় রাইড শেয়ার অ্যাপ উবারে যাত্রার জন্য উট বুক করেছেন এক নারী। সম্প্রতি সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে দুবাইয়ের হাত্তা রোডের আল বাদায়েরে ধারণ করা ভিডিওটি ভাইরাল হচ্ছে।
সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
মরুভূমির মাঝে দুই নারী তাদের গাড়ি নষ্ট হয়ে গেলে আটকা পড়ে যায়। কোনো উপায় না পেয়ে তাদের মধ্যে একজন উবার অ্যাপ খুলে দেখে সেখানে যান হিসেবে উট পাওয়া যাচ্ছে। অস্বাভাবিক এই যানটি ভাড়া করার পর এক ব্যক্তি উট নিয়ে এসে নিজেকে “উবার ক্যামেল ড্রাইভার” বলে পরিচয় দেন।
তখন সেই দুই নারী তাদের উবার ক্যামেল ড্রাইভারকে জানায়, গাড়ি নষ্ট হওয়ার কারণে তারা রাস্তা হারিয়ে ফেলেছে। নারীরা তাকে তার উপার্জনের উৎস জিজ্ঞেস করলে সে জানায়, আমি উবার উট চালাই। আমি হারিয়ে যাওয়া লোকদের সাহায্য করি। তিনি মরুভূমিতে আটকা পড়া যাত্রীদের সহায়তা করেন।
ঘটনাটি দ্রুত সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। অনেকেই ভিডিওটি দেখে ভুয়া দাবি করেছেন। সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছে ভিডিওটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।