জুমবাংলা ডেস্ক : প্রেসিডেন্ট হুসেইন মুহাম্মদ এরশাদ ১৯৮৮ সালে ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা করেন। তার এ ঘোষণায় মুসলিম অধ্যুষিত বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি। শুধু তাই নয় ওইসময় সরকারিভাবে মসজিদ ও মাদ্রাসার বিদ্যুৎ-পানির বিল মওকুফ করার নির্দেশ দেন। তাছাড়া শুক্রবারকে সরকারি ছুটির দিন ঘোষণার কারণে মুসলিম ধর্মপ্রাণ মানুষের কাছে ক্রমেই প্রিয় ব্যক্তিত্বে পরিণত হন এরশাদ।
ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে শুধু ঘোষণা দিয়েই আনুষ্ঠানিকতা শেষ করেননি হুসেইন মুহম্মদ এরশাদ। ক্ষমতা গ্রহণের পর থেকে রাষ্ট্রের বিভিন্ন মৌলিক বিষয়ে ইসলামি নির্দেশনা বাস্তবায়নের চেষ্টা করেছিলেন তিনি।
জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেন, ‘ইসলামের খেদমতে এরশাদের অবদান দেশবাসী চিরদিন স্মরণ রাখবে। এরশাদ বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র ঘোষণা করেছিলেন। তিনি (এরশাদ) শুক্রবার সরকারি ছুটি ঘোষণা এবং মসজিদ-মাদ্রাসার বিদ্যুৎ ও পানির বিল মওকুফ করেছিলেন।’
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.