আন্তর্জাতিক ডেস্ক : পবিত্র নগরী মক্কায় মসজিদুল হারামে শুক্রবার (২২ মার্চ) তারাবিহ নামাজ আদায়ে মুসল্লিদের বিশাল সমাবেশ ঘটেছে। মক্কার ইতিহাসে প্রথমবারের মতো মসজিদুল হারাম থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরের মালা এলাকা পর্যন্ত মুসল্লিদের কাতার ছড়িয়ে পড়ে।
শুক্রবার রাতের তারাবিহ নামাজ চলাকালে মালা এলাকা পর্যন্ত মুসল্লিদের বিশাল সমাবেশের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। মুসলমানদের পবিত্রতম স্থান মসজিদুল হারামের নিরাপত্তা কর্মী ও কর্তৃপক্ষ মুসল্লিদের নামাজ আদায়ে সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করেছে।
মক্কার মসজিদুল হারামে সাধারণত রমজান মাসে সারা বিশ্ব থেকে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান সমবেত হন। পবিত্র মাসটিতে এ মসজিদ মুসলমানদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
আল মালা মক্কার আবাসিক ও বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ একটি এলাকা। এখানকার আল মালা কবরস্থান মক্কার প্রাচীনতম কবরস্থানগুলোর একটি। এখানে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর অনেক সাহাবী এবং অন্যান্য বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্বকে সমাহিত করা হয়েছে।
মুসলমানদের পবিত্রতম দুটি স্থান মসজিদুল হারাম ও মসজিদে নববির তত্ত্বাবধান কমিটির মুখপাত্র মাহের আল জাহরানি বলেন, কর্তৃপক্ষ ১১৪৫ হিজরির রমজান উপলক্ষে মক্কার মসজিদুল হারামে মুসল্লি ও ওমরাহ পালনকারীদের স্বাগত জানাতে আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।