ধর্ম ডেস্ক: আরাফাতের ময়দান সংলগ্ন মসজিদে নামিরা থেকে হজের খুতবার মাধ্যমে মুসলমানদের সবচেয়ে বড় সম্মেলন পবিত্র হজের মূলপর্ব শুরু হয়েছে।
মঙ্গলবার (২৭ জুন) স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় (বাংলাদেশ সময় সাড়ে ৩টায়) মসজিদে নামিরা থেকে হজযাত্রীদের উদ্দেশে খুতবা শুরু হয়। এ বছর খুতবা দিয়েছেন সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদের সদস্য শায়খ ড. ইউসুফ বিন মুহাম্মদ বিন সায়িদ।
খুতবার শুরুতে তিনি আল্লাহর প্রশংসা, হজরত মুহাম্মদ (সা.)-এর ওপর দরুদ পাঠ করেন এবং উপস্থিত হাজীদের সুস্থতা কামনা করে দোয়া করেন।
এ সময় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা, লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা, ওয়াননি’মাতা, লাকা ওয়াল মুলক, লা শারিকা লাক ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে আরাফার প্রান্তর।
হজের খুতবা দেওয়া হয়েছে আরবিতে। তবে, খুতবা অনুবাদ করে ২০টি ভাষায় সম্প্রচার করা হয়েছে। ভাষাগুলো হলো- ইংরেজি, ফরাসি, রাশিয়ান, তুর্কি, বাংলা, ফার্সি, উর্দু, হাউসা, চীনা, মালয়, সোয়াহিলি, স্প্যানিশ, পর্তুগিজ, আমহারিক, জার্মান, সুইডিশ, ইতালীয়, মালয়ালম, বসনিয়ান ও ফিলিপিনো।
এ নিয়ে টানা চতুর্থবারের মতো বাংলা ভাষায় হজের খুতবা শোনা গেছে। এবারের খুতবা বাংলায় অনুবাদ করছেন ড. খলীলুর রহমান ও আ ফ ম ওয়াহিদুর রহমান। তাদের সঙ্গে আরও রয়েছেন মুবিনুর রহমান ফারুক ও নাজমুস সাকিব। তারা সবাই সৌদির বিখ্যাত উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।
খুতবার পর জোহর ও আসরের নামাজ আদায় করেন হাজিরা। এরপর মুজদালিফায় গিয়ে তারা মাগরিব ও এশার নামাজ আদায় করবেন। রাতে সেখানে খোলা মাঠে অবস্থান করে পরের দিন মুজদালিফায় ফজরের নামাজ আদায় করবেন হাজিরা। এরপর তারা মিনা প্রান্তরের নিজ নিজ তাঁবুতে ফিরবেন। মিনায় শয়তানের উদ্দেশ্যে সাতটি পাথর মারার পর হাজিরা পশু কোরবানি দেবেন। কোরবানির পর হাজিরা মাথার চুল ছেঁটে গোসল করে সেলাইবিহীন দুই টুকরা কাপড় বদল করবেন।
এরপর স্বাভাবিক পোশাক পরে মিনা থেকে মক্কায় গিয়ে পবিত্র পবিত্র কাবা সাতবার তাওয়াফ করবেন। কাবার সামনের দুই পাহাড় সাফা ও মারওয়ায় সাতবার দৌড়াবেন হাজিরা। সেখান থেকে তারা আবার মিনায় যাবেন। মিনায় যত দিন থাকবেন, ততদিন তিনটি শয়তানকে ২১টি পাথর মারবেন। এরপর মক্কায় বিদায়ী তাওয়াফ করে নিজ নিজ দেশে ফিরবেন হাজিরা।
উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশ থেকে এ বছর হজ করছেন ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজযাত্রী।
লাঠি নিয়ে হজে সুদানী নাগরিক, যে উপহার দিলেন মুহাম্মাদ সাইফুল্লাহ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।