বিনোদন ডেস্ক : মসজিদের ভেতরে গানের শুটিং করে বিপাকে পড়লেন পাকিস্তানি অভিনেত্রী সাবা কামার ও সংগীতশিল্পী বিলাল সাইদ।
সম্প্রতি বিলাল সাইদের গাওয়া ‘কবুল’ শিরোনামের মিউজিক ভিডিওর টিজার নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছেন সাবা কামার। যেখানে দেখা যাচ্ছে- মসজিদের ভেতরে গানটির শুটিং করেছেন তারা। আর এতেই ঘটে বিপত্তি।
মসজিদের ভেতরে শুটিং করায় পাকিস্তানের এই দুই তারকার বিরুদ্ধে লাহোর থানায় মামলা দায়ের করেছেন সরদার ফারহাত মাঞ্জুর খান নামে একজন আইনজীবী।
তিনি বলছেন, ওয়াজির খান মসজিদের ভেতরে গানের ভিডিও শুট করায় ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে। সেই সঙ্গে মসজিদ কর্তৃপক্ষের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছেন তিনি গানের ভিডিও শুট করার অনুমতি দেওয়ার অভিযোগে।
পাকিস্তানসহ ভারতেও সাবা কুমারের খ্যাতি রয়েছে। হলিউড সিনেমা হিন্দি মিডিয়ায় ইরফান খানের বিপরীতে অভিনয় করেছেন সাবা কুমার।
এই ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা তৈরি হওয়ার পর ক্ষমা চেয়েছেন সাবা কুমার ও সাইদ দুজনই। বিলাল সাইদ বলেছেন, অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা দুঃখিত। ধর্মীয় অনুভূতিকে আঘাত করার কোনো উদ্দেশ্য আমাদের ছিল না।
পাকিস্তানি অভিনেত্রী সাবা বলিউডের ছবিতেও কাজ করছেন। ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘হিন্দি মিডিয়াম’-এ দেখা গেছে তাকে। এতে তার বিপরীতে ছিলেন প্রয়াত অভিনেতা ইরফান খান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।