জুমবাংলা ডেস্ক : গাজীপুরে মসজিদের টয়লেট থেকে আব্দুল খালেক (৪৫) নামে এক ধান কাটার শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরের দিকে তার লাশ উদ্ধার করা হয়।
আব্দুল খালেক টাঙ্গাইল জেলা সদর থানার পুকুরিয়া গ্রামের মৃত সিদ্দিক মিয়ার ছেলে।
জিএমপি’র কাশিমপুর থানার এসআই তাপস কুমার ওঝা ও নিহতের ছেলে মোস্তফা জানান, ধান কাটার উদ্দেশ্যে ১৭ থেকে ১৮ জনের একদল শ্রমিক বুধবার টাঙ্গাইল হতে গাজীপুরের কাশিমপুর থানাধীন লোহাকৈর এলাকায় আসে। তারা স্থানীয় এসএ কলেজে অবস্থান করে। বৃহস্পতিবার দুপুরের দিকে তিনি বাইরে যান। কিন্তু দীর্ঘ সময় ফিরে না আসায় তার সঙ্গীরা খোঁজাখুঁজি করতে থাকে। তারা মোবাইলেও ফোন করে তার কোনো সাড়া পায়নি।
এদিকে দুপুরে পাশের লোহাকৈর কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন মসজিদ পরিষ্কারের কাজ করার সময় টয়লেটের ভেতর মোবাইল ফোনের রিং টোন বাজতে শুনেন। এসময় টয়লেটের দরজাটি ভেতর থেকে আটকানো ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তারা দরজা ভেঙ্গে খালেকের লাশ উপুড় হয়ে পড়ে থাকতে দেখে।
জিএমপি’র কাশিমপুর থানার ওসি মাহবুবে খুদা জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিকেলে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে টয়লেটের ভিতর হার্টঅ্যাটাকে তিনি মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।