জুমবাংলা ডেস্ক : নারায়ণগঞ্জের বন্দর এলাকায় একটি মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরির পর পালিয়ে গেছেন ওই মসজিদের ইমাম।
আরও কয়েকদিন আগে এই ঘটনা ঘটলেও বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিষয়টি জানাজানি হয়। দানবাক্স ভেঙে টাকা চুরির বিষয়টি সিসি ক্যামেরায় ধরা পড়েছে। বিষয়টি নিয়ে এলাকাজুড়ে তোলপাড় চলছে।
মসজদিনের টাকা চুরিকে কেন্দ্র করে আলোচনায় আসা মসজিদের নাম কুড়িপাড়া জামে মসজিদ। এটি নায়ারণগঞ্জের বন্দর এলাকায় অবস্থিত।
স্থানীয়রা জানান, কুড়িপাড়া জামে মসজিদে ৪ মাস আগে ইমাম মুফতি কারুক নামের একজনকে নিয়োগ দেন মসজিদ কমিটি। এ নিয়ে এলাকায় দু্ই পক্ষে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সবশেষ কিছুদিন আগে মসজিদের দানবাক্স ভেঙে পালিয়ে যান ওই ব্যক্তি। মসজিদের দানবাক্স ভাঙার বিষয়টি ইতোমধ্যে সিসি ক্যামেরায় ধরা পড়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মসজিদ কমিটির সভাপতি আসাদুজ্জামান বাদল বলেন, আসলে আমাদের একটি ভুল হয়েছে। আমরা তার সিভি নিলেও তা যাচাই বাছাই করা হয়নি। নতুন ইমাম নিয়োগের বিষয়ে শুক্রবার বৈঠক হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।