লিথুনিয়াভিত্তিক ন্যানো এভিয়নিকস ওয়েবসাইটের তথ্য মতে, বর্তমানে পৃথিবীর লো অ্যান্ড হাই অরবিটে প্রায় ৯ হাজার ৯০০টি স্যাটেলাইট চালু রয়েছে। এর মধ্যে একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রেরই আছে ৮ হাজার ১৩৭টি স্যাটেলাইট। এ ছাড়া চীন ৬৮৬টি, যুক্তরাজ্য ৬৫৮টি, ভারত ১০৫টি, জাপান ২০৯টি এবং বাংলাদেশ ১টি স্যাটেলাইট পাঠিয়েছে।
সাবেক সোভিয়েত ইউনিয়নের আমল থেকে বর্তমানে রাশিয়া এখন পর্যন্ত মোট ১ হাজার ৫৫২টি স্যাটেলাইট পাঠিয়েছে পৃথিবীর কক্ষপথে। বর্তমানে অচল হয়ে পড়া স্যাটেলাইটগুলো পৃথিবীর কক্ষপথে সচল স্যাটেলাইটগুলোর জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে।
হাজার হাজার স্যাটেলাইটের অচল অংশ পৃথিবীর কক্ষপথে ঘুরে বেড়ানোর ফলে মাঝেমধ্যে সংঘর্ষও হচ্ছে সচল স্যাটেলাইটগুলোর সঙ্গে। অনেকগুলো আবার নিজেদের মধ্যে সংঘর্ষে ধ্বংস হয়ে লাখ লাখ টুকরো তৈরি করছে। এতে সচল স্যাটেলাইটও ধ্বংস হয়ে যেতে পারে।
অবশ্য স্যাটেলাইট প্রেরণকারী দেশগুলো বিভিন্ন সময়ে শত শত অচল স্যাটেলাইট প্রশান্ত মহাসাগরের বুকে নামিয়ে ধ্বংস করেছে। কিন্তু এমন অনেক স্যাটেলাইট এখনো কক্ষপথে রয়ে গেছে, যেগুলোর ওপর দেশগুলোর কোনো নিয়ন্ত্রণ নেই। ফলে সেগুলো ফিরিয়ে আনার আর কোনো সুযোগ নেই এখন। এখন তাই বারবার এ বিষয়ক সচেতনতার কথা বলা হচ্ছে। তা না হলে ভবিষ্যতে এর জন্য চড়া মূল্য দিতে হতে পারে মানবজাতিকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।