মহাকাশে উন্মোচিত বিশ্বকাপের ট্রফি, যেদিন আসছে ঢাকায়

স্পোর্টস ডেস্ক: আসন্ন ওয়ানডে বিশ্বকাপ নিয়ে আলোচনা যখন তুঙ্গে, তখন মহাকাশে ওয়ানডে বিশ্বকাপের ট্রফি উন্মোচন করে হইচই ফেলে দিয়েছে আইসিসি। মহাকাশে ভেসে বেড়াচ্ছে ওয়ানডে বিশ্বকাপের ট্রফি। আইসিসির ওয়েবসাইটের এই ছবি রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে ক্রিকেট বিশ্বে।

আইসিসি জানিয়েছে মঙ্গলবার (২৭ জুন) জানানো হতে পারে বিশ্বকাপের চূড়ান্তসূচি। একইসঙ্গে শুরু হবে ১০০ দিনের কাউন্টডাউন। আইসিসি আরও জানিয়েছে, এদিন থেকেই শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ ট্রফি ট্যুরও।

ভূপৃষ্ঠ থেকে ১ লাখ ২০ হাজার ফুট উচ্চতায় বিশ্বকাপের ট্রফি উন্মোচন করে আইসিসি। বিস্পোক স্ট্রাসটোসফেরিক বেলুনে মহাকাশে পাঠানো হয় সোনালি ট্রফি। ফোর-কে ক্যামেরায় সেখানেই বেশকিছু অ্যাঙ্গেলে ছবি তোলা হয় ট্রফিটির।

জানা গেছে, ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরটি অনুষ্ঠিত হতে পারে ভারতের ১২টি ভেন্যুতে। একাধিক ম্যাচের ভেন্যু পরিবর্তনে পিসিবি থেকে দাবি জানানো হলেও তা প্রত্যাখ্যান করেছে আইসিসি ও বিসিসিআই। হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচ হবে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। ১০ দলের টুর্নামেন্টের ফাইনালও হবে আহমেদাবাদের এই বিশাল ভেন্যুতে।

আসর শুরুর আগেই অবশ্য ট্রফিটাকে এক নজর দেখার সুযোগ পাচ্ছেন ভক্তরা। বিশ্বকাপের আগে এই ১০০ দিনে ১৮টি দেশ ভ্রমণ করবে সোনালি ট্রফি। আয়োজক দেশ ভারতে সফর করবে ৩ দফা। এ ছাড়া নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, পাপুয়া নিউগিনি, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, শ্রীলঙ্কা, কুয়েত, বাহরাইন, ইতালি, ফ্রান্স, ইংল্যান্ড, মালয়েশিয়া, উগান্ডা, নাইজেরিয়া ও দক্ষিণ আফ্রিকাতেও যাবে ট্রফি।

বাংলাদেশের ক্রিকেটভক্তরাও সুযোগ পাবে সোনালি ট্রফিটি নিজের চোখে দেখার। আগামী ৭ থেকে ৯ আগস্ট পর্যন্ত বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে অবস্থান করবে। এবারের ট্রফিটি দেশের বিভিন্ন শহরে নিয়ে যাওয়া হতে পারে। সেক্ষেত্রে ঢাকার বাইরে সিলেট ও চট্টগ্রামে ট্রফিটি ঘুরতে পারে।

আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালার্ডিসের ভাষ্য, আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ ট্রফি সফর শুরু হচ্ছে। সফরকালে সেটি প্রতিটি দেশের রাষ্ট্র প্রধানদের সঙ্গে দেখা করবে। সাধারণ মানুষদের দর্শন দেবে। এ ছাড়া ক্রিকেট উন্নয়ন কর্মসূচিতে সহায়তা করবে। এ ছাড়া ইতিহাস-ঐতিহ্য সমৃদ্ধ জায়গাগুলোও পরিদর্শন করবে।

তিনি আরও যোগ করেন, ক্রিকেটে এক বিলিয়নেরও বেশি ভক্ত রয়েছে। আমরা যতটা সম্ভব চেষ্টা করছি, ট্রফিটি তাদের কাছাকাছি নিয়ে যেতে। ট্রফির সঙ্গে কিংবদন্তিদেরও দেখা তারা পেয়ে যাবেন।

কবে বিশ্বের কোন দেশে থাকবে বিশ্বকাপ ট্রফি

২৭ জুন – ১৪ জুলাই: ভারত

১৫ – ১৬ জুলাই: নিউজিল্যান্ড

১৭ – ১৮ জুলাই: অস্ট্রেলিয়া

১৯ – ২১ জুলাই: পাপুয়া নিউ গিনি

২২ – ২৪ জুলাই: ভারত

২৫ – ২৭ জুলাই: মার্কিন যুক্তরাষ্ট্র

২৮ – ৩০ জুলাই: ওয়েস্ট ইন্ডিজ

৩১ জুলাই – ৪ আগস্ট: পাকিস্তান

৫-৬ আগস্ট: শ্রীলঙ্কা

৭-৯ আগস্ট: বাংলাদেশ

১০-১১ আগস্ট: কুয়েত

১২-১৩ আগস্ট: বাহরাইন

১৪-১৫ আগস্ট: ভারত

১৬-১৮ আগস্ট: ইতালি

১৯-২০ আগস্ট: ফ্রান্স

২১-২৪ আগস্ট: ইংল্যান্ড

২৫-২৬ আগস্ট: মালয়েশিয়া

২৭-২৮ আগস্ট: উগান্ডা

২৯-৩০ আগস্ট: নাইজেরিয়া

৩১ আগস্ট – ৩ সেপ্টেম্বর: সাউথ আফ্রিকা

৪ সেপ্টেম্বর থেকে: ভারত

আইপিএল না খেলায় যত লাখ টাকা ক্ষতিপূরণ পেলেন সাকিব-তাসকিন-লিটনরা