মহাকাশে নতুন এক মহাবিস্ময়, ধুমকেতুর চারপাশে যে দৃশ্য দেখে অবাক সবাই

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: মহাবিশ্বে যে কত অজানা তথ্য ছড়িয়ে আছে, কত যে ভাবনার অতীত ঘটনা ঘটে চলেছে তার খবর রাখা অসম্ভব। তবে নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ তারই কিছু রহস্য মানুষের নজরে এনে দিচ্ছে তার অতি শক্তিশালী ক্যামেরা দিয়ে। যা প্রতি মুহুর্তে চমকে দিচ্ছে বিজ্ঞানীদের। পাল্টে দিচ্ছে মহাকাশ সম্বন্ধে মানুষের ধারনা।

যেমন জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ একটি গ্রহাণুপুঞ্জের মধ্যে এক ধুমকেতুর দেখা পেয়েছে। ধুমকেতু নতুন কিছু নয়। ধুমকেতু খালি চোখেও নজরে পড়েছে অনেকের।

এমন অগুন্তি ধুমকেতু ঘুরে বেড়াচ্ছে। যার একটি ওই গ্রহাণুপুঞ্জের মধ্যে ছুটে চলা ধুমকেতু। যার চারপাশে এক বলয়ের দেখা পেয়েছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। আর তা পরীক্ষা করে বিজ্ঞানীরা হতবাক হয়ে গেছেন। ধুমকেতুর চারপাশে পানির দেখা পেয়েছেন তাঁরা।

ধুমকেতুর চারপাশে পানির বরফ দিয়ে মোড়া। আর তা যে পানির বরফ তা বিজ্ঞানীদের কাছে স্পষ্ট। এমন এক ধুমকেতুর এই প্রথম দেখা মিলল যার চারপাশে পানির বরফ রয়েছে।

বিজ্ঞানীরা অবশ্য এখন রিড নামে এই ধুমকেতুতে তেমন কার্বন ডাই অক্সাইডের দেখা পাননি, যা থেকে এই পানি এসে থাকতে পারে। তাই তাঁরা মনে করছেন এই ধুমকেতু যখন জন্ম নিয়েছিল তখন তাতে কার্বন ডাই অক্সাইডের যথেষ্ট অস্তিত্ব ছিল।

সেই কার্বন ডাই অক্সাইড পরে গরমে বাষ্পে পরিণত হয়। আর তার জন্যই এখন এই পানির বরফ দেখতে পাওয়া যাচ্ছে। আরও ধুমকেতুকে পরীক্ষা করে এই রিড নামে ধুমকেতুর সঙ্গে তাদের ফারাক খুঁজে দেখছেন মহাকাশ বিজ্ঞানীরা।

বিমানের আকৃতির গ্রহাণু ছুটে আসছে পৃথিবীর দিকে! সতর্ক করল নাসা