বিনোদন ডেস্ক : আন্তর্জাতিক স্পেস স্টেশনে টম ক্রুজের আসন্ন একটি চলচ্চিত্রের কিছু অংশের শ্যুটিং হবে। এমনকি অভিনেতা সেখানে স্পেসওয়াক করবেন, অর্থাৎ মহাশূন্যে হাঁটবেন বলেও গুঞ্জন চলছে!
পৃথিবীতে এযাবত প্রচুর অ্যাকশন দেখিয়েছেন, কিন্তু তাতে মন ভরেনি হলিউড সুপারস্টারের। তাই এবার তিনি চলেছেন মহাকাশে। সেখানেই নানা রকম স্টান্টবাজি করতে দেখা যাবে তাকে। এই সুপারস্টার আর কেউ নন, হলিউড চলচ্চিত্রের অন্যতম ক্রেজ টম ক্রুজ!
জানা গেছে, আন্তর্জাতিক স্পেস স্টেশনে টম ক্রুজের আসন্ন একটি চলচ্চিত্রের কিছু অংশের শ্যুটিং হবে। এমনকি সেখানে অভিনেতা স্পেসওয়াক করবেন, অর্থাৎ মহাশূন্যে হাঁটবেন বলেও গুঞ্জন চলছে! আর এই দৃশ্যগুলোর শ্যুটিংয়ে কোনো বডি ডাবল নন, অভিনেতা নিজেই অভিনয় করবেন।
যে প্রতিষ্ঠান টম ক্রুজের এই ছবিটি নির্মাণের কথা ভাবছে, তাদের প্রতিনিধি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘এর আগে টম ক্রুজই তো আমাদের পর্দায় মহাকাশে নিয়ে গিয়েছিলেন। এবার হয়তো সত্যিই তাকে নিজেকেও মহাকাশে গিয়ে অভিনয় করতে হবে।’
ইতোমধ্যেই ছবির প্রস্তুতি বেশ খানিকটা এগিয়ে গিয়েছে। টম ক্রুজকে নিয়ে এই জল্পনা বাস্তবে রূপ দিতে পারলে বিজ্ঞানী বা গবেষক বাদে, এবারই প্রথম বিজ্ঞানচর্চার সঙ্গে সরাসরি যুক্ত নন এমন কোনো সাধারণ নাগরিক মহাকাশে যাওয়ার এবং আন্তর্জাতিক স্পেস স্টেশনে হাঁটাহাঁটির সুযোগ পাবেন।
নাসার অ্যাডমিনেস্ট্রেটর জিম ব্রিডেনস্টাইন জানিয়েছেন, ছবিটি অন্তরীক্ষে শ্যুটিং করা হবে। ট্যুইট করে সেকথা ঘোষণা করেছে নাসা। স্পেসএক্স-এ কাজ করবেন টম। যদিও একেবারে নিশ্চিত করে টম ক্রুজ এখনও কিছু ঘোষণা করেননি।
দুঃসাহসিক নানা স্টান্ট নিজেই নেওয়ার জন্য এমনিতেই বেশ জনপ্রিয় ‘টপ গান: ম্যাভেরিক’ তারকা। কিন্তু মহাকাশে শ্যুটিংয়ের ক্ষেত্রে বিষয়টি অন্য রকম মাত্রা পেতে চলেছে। কারণ এক্ষেত্রে বিরাট দলবল নিয়ে মহাকেশ শ্যুটিং করতে যাওয়ার অবকাশ নেই। তাই এটি হলিউড সুপারস্টারের জন্য নতুন ধরনের চ্যালেঞ্জ হতে চলেছে বলে মনে করছেন অনেকে।
সবকিছু ঠিকঠাক থাকলে এ বছরেই ছবির প্রাথমিক শ্যুটিং শুরু হয়ে যেতে পারে বলে। তবে আন্তর্জাতিক স্পেস স্টেশনে টম ক্রুজ কবে যাবেন, কতদিন সেখানে থাকতে হবে, কত ক্ষণের শ্যুটিং— এই সব বিষয়ে এখনো কোনো খবর পাওয়া যায়নি। তবে আগামী কয়েক মাসের মধ্যেই বিষয়টি চূড়ান্ত করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।