জুমবাংলা ডেস্ক : রাজধানীর মহাখালী এলাকার ডিওএইচএসে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন ওরফে সম্রাটের বাসায় তল্লাশি চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রবিবার (০৬ অক্টোবর) বিকাল ৩টার দিকে মহাখালী ডিওএইচএসের ২৯ নম্বর সড়কে ও ৩৯২ নম্বর বাড়িতে এ অভিযান চালানো হয়। মহাখালীর বাসায় সম্রাটের দ্বিতীয় স্ত্রী শারমিন চোধুরী থাকেন বলে জানা গেছে।
র্যাব-২ এর অধিনায়ক (সিও) আশিক বিল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার গভীর রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম থানার আলকরা ইউনিয়নের কুঞ্জশ্রীপুর গ্রাম থেকে সম্রাট ও আরমানকে আটক করা হয়। পরে তাকে নিয়ে রাজধানীর কাকরাইলে তার কার্যালয় এবং শান্তিনগরে তার বাসায় অভিযান চালায় র্যাব।
গত ১৮ সেপ্টেম্বর ঢাকার মতিঝিলের ক্লাবপাড়ায় র্যাবের অভিযানে অবৈধ ক্যাসিনো চলার বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকে আলোচনায় ছিলেন যুবলীগ নেতা সম্রাট।
সেদিন যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া গ্রেপ্তার হওয়ার পর সদলবলে কাকরাইলে সংগঠনের কার্যালয়ে অবস্থান নিয়ে রাতভর সেখানে ছিলেন সম্রাট। কিন্তু এরপর নিরুদ্দেশ হন তিনি।
র্যাব সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান থেকে নিজেকে বাঁচাতে ৯ দিন আগে ঢাকা থেকে কুমিল্লায় পালিয়ে যান সম্রাট। সেখানে স্থানীয় এক জামায়াত নেতার বাসায় আত্মগোপনে ছিলেন। কুমিল্লার কুঞ্জশ্রীপুর গ্রামে আত্মগোপনে থাকা অবস্থায় কুমিল্লা সীমান্ত দিয়ে একাধিকবার ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে সীমান্তে কড়া নজরদারি থাকায় সম্রাট পাালাতে পারেনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।